Connect with us

Uncategorized

2022 FIFA WC: রক্ষাকর্তা এমি মাটিনেজ! হাড্ডাহাড্ডি ম্যাচে টাইব্রেকার নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এদিন ছিল বিশ্বকাপে লিওনেল মেসির ২৪তম ম্যাচ আর সেই ম্যাচে লুই ভান গলের নেদারল্যান্ডসকে চলতি কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল লিও মেসির আর্জেন্টিনা।

এই ম্যাচে নেদারল্যান্ডস কোচ ভান গল প্ল্যান করেছিলেন যে জোনাল মার্কিং করে আর্জেন্টিনীয় মহাতারকাকে আটকে দেবেন, তবে এদিন সেটা হল না! এদিন প্রথম থেকেই দুই দল একে অপরকে সমানে সমানে টক্কর দিচ্ছিল, তবে নিজেদের মধ্যে পাস খেলার ক্ষেত্রে কিছুটা এগিয়ে ছিল আর্জেন্টিনা। এরই মধ্যে খেলার বয়স যখন ৩৫ মিনিট তখন আর্জেন্টিনাকে প্রথম গোল করে এগিয়ে দেন মলিনা। মেসি বলটা ধরে সামান্য মাথা উঁচু করে দেখে নিলেন ফুলব্যাক মলিনা বক্সে ঢুকে পড়েছেন।

প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে শেষ করার পরে, দ্বিতীয়ার্ধেক নিজেদের আক্রমণের ধার বজায় রাখে মেসি ব্রিগেড। এরই মাঝে ৬২ মিনিটে মেসির মারা একটি ফ্রি কিক অল্পের জন্য বাইরে যায়। এই সময় একটি ট্যাকটিক্যাল পরিবর্তন করেন নেদারল্যান্ডস কোচ। ব্লিন্দের পরিবর্তে স্ট্রাইকার ডি ইয়ংকে নিয়ে আসে নেদারল্যান্ডস। এরপরেই ৬Í৫ মিনিটে ডে পলকে তুলে নিয়ে পারেদেসকে নিয়ে আসে আর্জেন্টিনা। ৭৩ মিনিটে আর্জেন্টিনার লেফট ব্যাক মার্কোস আকুনাকে বক্সের মধ্যে ফেলে দেন দামফ্রিজ। পেনাল্টি দেন রেফারি। বল জালে জড়াতে ভুল করেনি মেসি। আজকের গোলের সাথে সাথে বিশ্বকাপের আসরে ১০ গোল হয়ে গেল মেসির। স্পর্শ করে ফেললেন গাব্রিয়েল বাতিস্তুটাকে।

খেলার একেবারে শেষ দিকে যখন মাত্র দশ মিনিট বাকি তখন আক্রমণে ঝাঁজ বাড়ায় নেদারল্যান্ডস। ওয়েজহর্ট হেডে একটি গোল শোধ করলেন। পরপর আক্রমণ করছিল নেদারল্যান্ডস। এরই মাঝে দু’দলের ফুটবলাররা মাথা গরম করে মারামারিতে জড়িয়ে পড়েন। ম্যাচের একেবারে শেষ লগ্নে আবার গোল দেয় নেদারল্যান্ডস এবং তাদের হয়ে গোল করেন সেই ওয়েজহরস্ট। ফ্রি কিকের পরে মানব প্রাচীরের নিচ দিয়ে বল গলে যেতেই নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি বল জালে রাখেন।

এরপর অতিরিক্ত সময় আর্জেন্টিনা দল বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তারা তা গোলে পরিণত করতে ব্যর্থ হয়। এরপর টাইব্রেকারে আর্জেন্টিনার রক্ষাকর্তা হয়ে উঠলেন তাদের দলের গোলরক্ষক এমি মার্টিনেজ। প্রথম দুটি শট সেভ করে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ পজিশনে রাখেন তিনি। এরপর আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয়লাভ করল ৪-৩ ব্যবধানে। তারা পৌঁছে গেল সেমিতে, যেখানে তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।

Uncategorized

ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।

Continue Reading

Uncategorized

মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।

Continue Reading

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Trending