অন্যান্য খেলা
সোদপুর অ্যাথলেটিক কোচিং ক্যাম্পের আজ গর্বের দিন
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অনেকেই বলে থাকেন বাংলা নাকি ক্রীড়া বিভাগে পিছিয়ে রয়েছে বিশ্বের নিরিখে। তবুও বাংলার অন্দরে কোথাও কোথাও লড়াই করে যাচ্ছে বাংলার ক্রীড়াপ্রেমীরা। তেমনই একটা নাম কুন্তল রায়। সোদপুর অ্যাথলেটিক কোচিং ক্যাম্পের কুন্তল রায় স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে না জানলে সেই স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করা যায়না। বাংলার অ্যাথলেটিক্সের অন্যতম সেরা আতুরঘর সোদপুর অ্যাথলেটিক কোচিং ক্যাম্প। আর এই কোচিং ক্যাম্পের প্রাণপুরুষ কুন্তল রায়ের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিতে চলেছে।
এসিসিতে বসতে চলেছে সিন্থেটিক টার্ফ। প্রায় সারে চার হাজার স্কোয়্যারফুট জায়গা জুড়ে এই সিন্থেটিক টার্ফ বসানো হচ্ছে। রবিবার বিকেলে এই টার্ফের উদ্বোধন করবেন জার্মানির বিশ্ববিখ্যাত ক্রীড়া বিজ্ঞ্যানি ড: ক্লাউস পিটার হ্যার্ম। রবিবার এসিসিতে উপস্তিত থাকছেন এক ঝাঁক অলিম্পিয়ান। জ্যোতির্ময়ী সিকদার, সোমা বিশ্বাস, সুস্মিতা সিংহ রায়দের মতো মানুষদের উপস্তিতিতেই এই ইতিহাস রচনা হতে চলেছে। সোদপুর অ্যাথলেটিক কোচিং ক্যাম্পের এই গর্বের দিনে আপ্লুত কুন্তল রায়। টার্ফ নির্মাণের অনেকটা কৃতিত্বই তিনি দিলেন তার পুত্র রুদ্রপ্রতিমকে।