অন্যান্য খেলা
এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইয়ামাগুচির বিরুদ্ধে সেমিফাইনালে হার সিন্ধুর, সন্তুষ্ট থাকলেন ব্রোঞ্জ নিয়ে…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের তারকা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। প্রতিপক্ষ জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে হার স্বীকার করলেন সিন্ধু। খেলার ফলাফল হয় -১৩, ১৯-২১, ১৬-২১। সেমি ফাইনালে হারের ফলে এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জয় করেই সন্তুষ্ট থাকতে হল বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়কে।
ম্যানিলাতে আয়োজিত এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই এবং গতবারের চ্যাম্পিয়ন ইয়ামাগুচির বিরুদ্ধে শুরুতে ভালই খেলছিলেন সিন্ধু। তিনি প্রথম সেট জেতেন ২১-১৩ ফলাফলে। একটা সময় মনে হয়েছিল সিন্ধু এই ম্যাচটি সহজেই জিতে যাবেন। তবে দ্বিতীয় সেটে সিন্ধু ১৩-১১ ব্যবধানে এগিয়ে থাকার সময় সময় পেনাল্টির জন্য এক পয়েন্ট হারান তিনি। আর তাতেই ম্যাচে ফেরেন ইয়ামাগুচি। তিনি দ্বিতীয় সেট জেতেন ২১-১৯ ব্যবধানে।
এরপর শেষ সেটে আর সিন্ধুকে কোনওরকম সুযোগ দেননি ইয়ামাগুচি। শেষ পর্যন্ত তৃতীয় সেট ২১-১৬ ব্যবধানে জিতে ম্যাচটি পকেটে পোড়েন তিনি। ইয়ামাগুচির বিরুদ্ধে হারলেও তাঁর বিরুদ্ধে মুখোমুখি ফলের বিচারে ৯-১৩ ব্যবধানে এগিয়ে সিন্ধু।