অন্যান্য খেলা

শেষ গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ, কান্নায় ভেঙে পড়লেন সানিয়া মির্জা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের লড়াই শেষের পথে এবার। কিন্তু সেই মুহূর্তেও কান্নায় ভেঙে পড়লেন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা। টেনিস জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ খেলে চোখের জলে বিদায় নিলেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে ফাইনালে হেরে যান সানিয়া। শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই তার চোখে দেখা যায় জল। কাঁপা কাঁপা গলায় সানিয়া বলেন, “আগেই বলে রাখি আমার আজকের কান্না কষ্টের নয় বরং আনন্দের। তবে এই মুহূর্তটা ব্রাজিলের জুটির। তোমরা দারুণ খেলেছ। এই মুহূর্তটা আমি তোমাদের থেকে কেড়ে নিতে চাই না।” তিনি আরো বলেন, “আমি চেয়েছিলাম আরো কয়েকটি টুর্নামেন্ট খেলতে। তবে এখনো মনে আছে তখন আমার বয়স ১৮, ২০০৫ সাল। মেলবোর্নে শুরু হয়েছিল আমার টেনিস যাত্রা। তেরে না উইলিয়ামস এর বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে খেলেছিলাম। তারপর কেটে গেছে ১৮ টা বছর। বারবার ফিরে এসেছি মেলবোর্নে, জিতেছি ট্রফিও। রড লেভার এরিনার গুরুত্ব আমার জীবনে অনেক। আর তাই আমার টেনিস জীবন শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা হত না। সবকিছুর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।”

নিজের টেনিস ক্যারিয়ারে মোট ৪৪ টি খেতাব জিতেছেন সানিয়া। ছটি গ্র্যান্ডস্ল্যাম এর মধ্যে তিনটি ডাবলস এবং তিনটি মিক্সড ডাবলস রয়েছে তার ঝুলিতে। ভারতের একমাত্র মহিলা সিঙ্গেলস খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন ক্রমতালিকায় ৩০ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version