অন্যান্য খেলা

“একদল হিংসুটে মানুষ চেয়েছিল যে আমি ব্যর্থ হই”, ফের একবার বিস্ফোরক রবি শাস্ত্রী…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফের একবার বিস্ফোরণ ঘটালেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন,”ভারতে একদল হিংসুটে মানুষ চেয়েছিল যে আমি ব্যর্থ হই।” শাস্ত্রী বলেন যে ভারতীয় দলের কোচ থাকাকালীন বিভিন্নভাবে তাকে বারবার আক্রমণ করা হয়েছিল, কিন্তু তিনি নিজের চামড়া মোটা করে নিয়েছিলেন। ‌

এ কথা সকলেরই জানা যে সদ্য ইংল্যান্ড ক্রিকেট টিমের ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে রবার্ট কি’কে। তাই আসন্ন সময় তাকে কি কি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাই নিয়ে এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মন্তব্য করেন শাস্ত্রী। তিনি জানান,”আমার কাছে কোচিংয়ের কোনও ব্যাজ ছিল না। লেভেল ওয়ান বা লেভেল টু, কোনও ব্যাজই ছিল না। তাছাড়া ভারতের মতো একটা দেশে যেখানে একদল হিংসুটে মানুষ সবসময় চায় আপনি ব্যর্থ হন। সেখানে আমাকে চামড়া মোটা করতে হয়েছিল। যা আপনারা যে ডিউক বল ব্যবহার করছেন তার চামড়ার থেকেও মোটা। রবার্টও কাজ করতে করতে এভাবেই চামড়া মোটা করে ফেলবে।”

এখন প্রশ্ন হচ্ছে যে এই হিংসুটে বলে তিনি কাদের আক্রমণ করলেন? নিজের কোচের মেয়াদ শেষ হওয়ার পরে স্বেচ্ছায় নিজের পথ ছেড়ে দিলেও, এই পদ ছাড়ার জন্য তিনি যে পরোক্ষে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দায়ী করেন একথা কারও অজানা নয়।

প্রসঙ্গত ২০১৬ সালেই ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে ভালোভাবেই ছিলেন শাস্ত্রী। এর আগে দলের ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন তিনি। তবে এই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্দুলকার ও ভিভিএস লক্ষণের ক্রিকেট উপদেষ্টা কমিটি প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ নিযুক্ত করেন। তবে বছর খানেকের মধ্যেই নিজের পদ ছেড়ে দেন কুম্বলে এবং তার জায়গায় টিম ইন্ডিয়ার কোচ হন শাস্ত্রী। তবে সেই সময়ে সৌরভের উপরে থাকা রাগ তিনি যে এখনও পুষে রেখেছেন তা রবি শাস্ত্রীর কথাতেই বোঝা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version