অন্যান্য খেলা

ভোগাচ্ছে চোট, ফ্রেঞ্চ ওপেনে চিকিৎসককে সঙ্গে নিয়ে নামতে চলেছেন রাফায়েল নাদাল…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এই বছর দুরন্ত ছন্দে নিজের শুরুটা করলেও বর্তমানে ফের চোট আঘাতে জর্জরিত কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। আসন্ন ফ্রেঞ্চ ওপেনে তিনি খেলতে নামবেন কিনা তা নিয়ে সংশয় থাকলেও এখনই মনের জোর ছাড়তে রাজি নন এই টেনিস তারকা। আর সেই কারণেই ফ্রেঞ্চ ওপেনে নিজের চিকিৎসকের সঙ্গে রেখে নামতে চান নাদাল।

রেকর্ড সংখ্যক ফ্রেঞ্চ ওপেন জিতলেও আরও একবার এই গ্র্যান্ড স্ল্যাম জিততে মরিয়া নাদাল। এরই মাঝে পাঁজরের চোট সারিয়ে কোর্টে ফিরলেও ফের একবার পায়ের যন্ত্রণায় কাবু নাদাল। তবে ফরাসি ওপেন ফের একবার জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছেন এই কিংবদন্তি টেনিস খেলোয়ার। আর সেই কারণেই চিকিৎসক সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের এই টেনিস খেলোয়াড়। ‌

নাদাল জানান,”আমার পায়ে ফের একবার যন্ত্রণা বেড়েছে। যেহেতু আমি একজন খেলোয়ার তাই আমাকে চোট নিয়েই এগিয়ে যেতে হবে। এটা নতুন কিছু নয়। সত্যি বলছি, দুর্ভাগ্যজনক ভাবে আমার প্রতিটা দিন আগের দিনের থেকে কঠিন হচ্ছে। তার মধ্যেও আমি ভীষণ ভাবে চেষ্টা করে যাচ্ছি। এটা খুবই হতাশার যে বেশ কিছুদিন ধরে আমি ঠিক মতো অনুশীলনও করতে পারছি না।’’

যদিও কোর্টে ফেরার সময় থেকেই তার পা সমস্যা করছে বলে জানিয়েছিলেন এই ৩৫ বছর বয়সী টেনিস খেলোয়াড়। তিনি জানান,”আমি কোর্টে ফিরে আসার পর থেকেই আমার পাটা ভোগাচ্ছে। মনে খারাপ চিন্তা আসছে। যেমন খেলছি, তার থেকে অনেক ভাল খেলতে পারি।’’ ১৩ বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। তিনি বলেছেন, ‘‘প্রথম যেটা করতে হবে, সেটা হল অনুশীলনের সময় পায়ের যন্ত্রণাটা বন্ধ করতে হবে। আমার চিকিৎসককে সঙ্গে নিয়েই প্যারিস যাব। উনি অবশ্যই আমাকে সাহায্য করতে পারবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version