অন্যান্য খেলা
যুদ্ধে থাকা বন্ধুকে বিশেষ বার্তা জকোভিচের! চোখে জল ইউক্রেনবাসীর…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নিজের দেশ ইউক্রেনের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছেন ইউক্রেনের তারকা টেনিস খেলোয়াড় সার্জি স্তারকোভস্কি। এবারে তার পাশে এসে দাঁড়ালেন বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। তিনি স্তারকোভস্কিকে বার্তা পাঠিয়ে জানিয়েছেন যে, যেকোনও ধরনের সাহায্য করার জন্য তিনি প্রস্তুত। এরপরই জোকোভিচের সেই বার্তা নেট মাধ্যমে প্রকাশ করেছেন ইউক্রেনের এই টেনিস খেলোয়াড়।
প্রসঙ্গত রাশিয়া যেই সময় ইউক্রেনে আক্রমন করে সেসময় দুবাইতে পরিবারের সঙ্গে জুটি কাটাচ্ছিলেন সার্জি। যুদ্ধের খবর পেয়েই স্ত্রী এবং সন্তানদের হাঙ্গেরিতে রেখে ইউক্রেনে চলে যান স্তারকোভস্কি। তারপরে সোজা চলে গিয়েছেন দেশের রাজধানী কিভে, আর সেখানেই এখন তার ডিউটি চলছে। কিভের রাস্তায় সেনা উর্দি পড়ে তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
তারপরেই স্তারকোভস্কির উদ্দেশ্যে মোবাইল বার্তা পাঠিয়েছেন জোকোভিচ। তাতে তিনি লিখেছেন,”তুমি এখন কেমন আছ স্তাকো? তোমার কথা মনে পড়ছে আমার। আমি আশা করি সবকিছু দ্রুত শান্ত হবে। আমাকে অনুগ্রহ করে জানাও তোমাকে সাহায্য পাঠানোর জন্য এখন সেরা ঠিকানা কী। আর্থিক বা অন্য যে কোনও সাহায্য প্রয়োজন হলে জানাও।’’
এরপরেই জকোভিচের সেই বার্তা নেট মাধ্যমে প্রকাশ করেছেন তার বন্ধু স্তারকোভস্কি। নিজের উত্তরে তিনি জানিয়েছেন,”এখনই কোনওরকম সাহায্য লাগবে না। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আমি যুদ্ধক্ষেত্রেই আছি। কিভ এখন কিছুটা শান্ত।’’ মোবাইলে এই দুজনের বার্তালাপ সকলের সামনে আসার পরেই ইউক্রেনের নাগরিকেরা জকোভিচকে ধন্যবাদ জানিয়েছেন।