অন্যান্য খেলা

অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মেরি কম

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যত দিন যাচ্ছে ততই বিতর্ক বাড়ছে। বিতর্কের সূত্রপাত হয়েছিল প্যারিস অলিম্পিক শেষ হওয়ার আগে থেকেই। বিতর্কটি হল ভারতীয় অলিম্পিক সংস্থার কর্মকান্ড নিয়ে। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন কিংবদন্তি বক্সার তথা রাজ্যসভার সাংসদ মেরি কম। তিনি অভিযোগ করেছেন যে, তিনি নিজে অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও অলিম্পিক সংস্থা তাঁর কোনও পরামর্শে কর্ণপাত করে না।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিগত দুই বছর আগে দেশের সেরা ১০ জন ক্রীড়াবিদকে নিয়ে একটি অ্যাথলিটস কমিশন গঠন করেছিল। তাদের উদ্দেশ্য ছিল, দেশের সেরা ক্রীড়াবিদদের পরামর্শ শুনে দেশে অলিম্পিক স্পোর্টসের উন্নয়ন করা এবং অলিম্পিকেও ভালো ফল করা। কিন্তু মেরি কমের অভিযোগ যে, তিনি সেই অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আইওএ তাঁর কোনওরকম পরামর্শই শোনে না। নির্দিষ্টভাবে তিনি কাউকে দোষারোপ না করলেও, আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষাকে উদ্দেশ্য করে মেরি কম বলছেন, “আমরা আইওএকে এর আগে অনেক ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম কিন্তু আমাদের কোনও কথা তাঁরা শোনেননি”।

এ বছর প্যারিস অলিম্পিকের শেফ দ্য মিশন হিসাবে নিযুক্ত হয়েছিলেন মেরি কম। কিন্তু হঠাৎই সেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। আইওএ প্রেসিডেন্ট পিটি উষাকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন মেরি। তিনি লেখেন, “আমরা সব সময়েই দেশের সেবা করতে তৈরি থাকি এবং যেকোনোভাবে সেই সেবা করতে পারাটা আমাদের কাছে খুবই সম্মানের। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এই সম্মানজনক দায়িত্ব পালন করতে পারছি না আমি”। ব্যক্তিগত কারণ বললেও তার কাছে যে আইওএর সিদ্ধান্তের ক্ষোভটাই আসল কারণ, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version