অন্যান্য খেলা

নিন্দুকদের পাল্টা জবার মনু ভাকেরের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই মনুর অলিম্পিক্স পদক জেতা নিয়ে প্রায় অনেকেই ক্ষোভপ্রকাশ করেন। তাঁরা সকলে দাবি করেন, “মনু সবার সামনে অলিম্পিক পদক দেখিয়ে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন এবং প্রচার করতে চাইছেন।” তবে সমালোচকদের পাল্টা জবাব দিতে পিছুপা হননি প্যারিস অলিম্পিক্স মহিলা শুটিংয়ে জোড়া পদক জয়ী মনু ভাকর।

শুক্রবার নিজের বিছানার উপরে তাঁর অর্জন করা প্রচুর পদক সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ফটো দিয়েছেন মনু। সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি শুটিং জীবন শুরু করেছি মাত্র ১৪ বছর বয়সে এবং আমি নিজের স্বপ্নের প্রতি সৎ থাকার সবসময় চেষ্টা করি। অলিম্পিক্স পদক জেতার লক্ষ্যে আমি এখনও স্থির এবং আসা করছি আগামীদিনে আরও অনেক পদক আমি জিততে পারব।”

এই সমালোচনার মাঝে মনুর পাশে দাঁড়িয়েছেন তাঁর কোচ যশপাল রানা। তিনি বলছেন, ‘‘মনু কেন পদক গুল নিয়ে ঘুরছে সেটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন। এটা মনু নিজে অর্জন করেছে আর ও যেখানেই যায় ওর পদক দেখতে চায় ওর অনুগামীরা। সেই কারণেই ও নিয়ে যায়।” তাছাড়া তার কোচ আরও বলেন, “অলিম্পিক্সের আগে কেউ এত চর্চা করেননি মনুকে নিয়ে, তাহলে পদক জেতার পর ওকে নিয়ে কেন এত সমালোচনা করা হচ্ছে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version