অন্যান্য খেলা

দাবায় ইতিহাস তৈরী করল ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪ দাবা অলিম্পিয়াডে ইতিহাস গড়েছে ভারত। আগের অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলেও এবারে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সোনা জিতে নজির গড়েছেন ভারতীয় দাবাড়ুরা। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

পুরুষদের প্রতিযোগিতায় প্রথম আট রাউন্ডে ভারত জিতলেও, নবম রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে তারা। তারপর দশম রাউন্ডে আমেরিকাকে হারায় ভারত। অবশেষে অন্তিম রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে সোনা জেতেন গুকেশ, অর্জুনরা। অপরদিকে চিনকে দশম রাউন্ডে হারিয়ে, পুরুষদের আগেই সোনা জিতে নিয়েছে ভারতীয় মহিলা দাবাড়ুদের দল। আজারবাইজানকে বড় ব্যবধানে হারিয়ে খেতাব জেতে ভারতের মহিলা দল।

ভারতীয় দাবাড়ুদের এই অসামান্য জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় তিনি ভারতীয় দলকে সংবর্ধনা জানিয়ে লিখেছেন, “ভারতের জন্য সত্যিই আজ একটা ঐতিহাসিক দিন। আমি ভারতীয় পুরুষ ও মহিলা দাবাড়ুদের অভিনন্দন জানাই। বুদাপেস্টে গিয়ে তাঁরা ভারতের নাম উজ্জ্বল করেছেন। আমি আশাবাদী যে তাদের এই সাফল্য দেখে আগামী প্রজন্ম যথেষ্ট উৎসাহিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version