অন্যান্য খেলা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় উপরে উঠল ভারত…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ স্থানে উঠে এল রোহিত শর্মার ভারত। এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারত ছিল পঞ্চম স্থানে। আর তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচেই অনবদ্য পারফর্ম করে ভারত। মোহালিতে তারা জেতে ইনিংস এবং ২২২ রানে ও বেঙ্গালুরুতে হওয়া দিন-রাতের টেস্টে তারা জয়লাভ করে ২৩৮ রানে। বর্তমানে ভারতীয় দলের শতাংশের বিচারে ম্যাচ জেতার হার ৫৮.৩৩ শতাংশ। অন্যদিকে এই সিরিজে ভারতের কাছে হেরে তালিকায় পঞ্চম স্থানে নেমে গেল শ্রীলঙ্কা।

যদিও মন্থর বোলিং এর জন্য গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ভারতের। না হলে তালিকায় তৃতীয় স্থানে থাকতো ভারত। বর্তমানে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের জয়ের হার ৬০ শতাংশ। ভারতের পাশাপাশি মন্থর বোলিং করার জন্য ওয়েস্ট ইন্ডিজের দুই পয়েন্ট কেটেছে আইসিসি। যার ফলে তারা নেমে গিয়েছে নবম স্থানে এবং তাদের জয়ের হার ২৩.৩৩ শতাংশ। ২৫ শতাংশ ম্যাচ জিতে এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। ‌

অস্ট্রেলিয়া ৭৭.৭৭ শতাংশ জয়ের গড় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে রয়েছে। তারা এখনও একটিও ম্যাচ হারেনি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। তাদের জয়ের হার ৬৬.৬৬ শতাংশ। গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড বর্তমানে রয়েছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ। তারা ১০টি টেস্ট ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়ে তালিকায় সবার শেষে নবমস্থানে রয়েছে। যদিও বিভিন্ন কারণে তাদের ১০ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, একটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য একটি দলের এক পয়েন্ট করে কাটা যায়। এর পাশাপাশি সেই দলের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version