অন্যান্য খেলা
ICC Rankings: শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার! আইসিসির অলরাউন্ডারদের বিশ্ব ক্রমপর্যায়ের শীর্ষে উঠলেন জাদেজা…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটে ও বলে দুরন্ত পারফর্ম করার ফলে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে তিনি করেছিলেন অপরাজিত ১৭৫ রান। আর এর পাশাপাশি বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। আর মোহালিতে এই বিশ্ব রেকর্ড গড়া পারফরমেন্সের কারণেই আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে এবারে শীর্ষস্থানে উঠে এলেন টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার।
আইসিসির সদ্য টেস্ট অল-রাউন্ডারের যে তালিকা প্রকাশ করেছে তাতে দুই ধাপ উঠে এসে এক নম্বর স্থান দখল করেছেন জাদেজা। তিনি পিছনে ফেলে দিয়েছেন জেসন হোল্ডার এবং স্বদেশীও রবীচন্দ্রন অশ্বিনকে। হোল্ডার এবং অশ্বিন বর্তমানে এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। যদিও জাদেজা এর আগেও বিশ্বের সেরা অলরাউন্ডার ঘোষিত হয়েছিলেন।
অন্যদিকে মোহালিতে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচটি খেলতে নেমে নিজের ব়্যাঙ্কিংয়েও উন্নতি ঘটিয়েছেন। প্রথম ইনিংসে তিনি দলের হয়ে প্রয়োজনীয় ৪৫ রান করেন। সেই সুবাদে তিনি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ উঠে ৫ নম্বর স্থানে চলে এসেছেন। একধাপ পিছিয়ে রোহিত শর্মার রয়েছেন ৬ নম্বরে। রত্সউশ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অল্পের জন্য শতরান হাতছাড়া করা ঋষভ পন্তও ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। মোহালিতে ৯৬ রান করা পন্ত ব্যাটসম্যানদের তালিকায় ফের প্রথম দশে ঢুকে পড়েছেন। তিনি এক ধাপ উঠে এসে আপাতত ১০ নম্বরে রয়েছেন।