অন্যান্য খেলা
বিশ্বের দরবারে আরও একবার দেশের নাম উজ্জ্বল করলেন সোনার ছেলে নীরজ চোপড়া
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: গতবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। কিন্তু এবারে সোনা জিতে ইতিহাস রচনা করলেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবেও সোনা জিতে তাঁর পরবর্তী লক্ষ্যের কথা নিজের মুখেই জানালেন ভারতের সোনার ছেলে।
টোকিও অলিম্পিক্সে জিতেছিলেন সোনা। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এসেছে সোনা। এরপর তাঁর লক্ষ্য নিজের রেকর্ড ভেঙে ৯০ মিটারের দূরত্বে জ্যাভলিন ছোঁড়া। বুদাপেস্টে সোনা জেতার পর তিনি বলেন, “এই একটা পদক জেতা আমার বাকি ছিল। সেই স্বপ্নপূরণ হল আজ। এবার লক্ষ্য ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছোঁড়া। সামনে এখনও অনেক প্রতিযোগিতা আছে। চেষ্টা করব নিজের সেরা দিয়ে সেই লক্ষ্য পূরণ করতে।” তবে তার এই সাফল্যের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট। চলতি বছরের বেশ কিছুটা সময় চোটের কারণে ভুগেছেন তিনি। সেই কারণেই খুব বেশি দূর থেকে দৌড়ে আসতে দেখা যাচ্ছে না তাকে। কম গতিতে অল্প পথ দৌড়ে এসেই জ্যাভলিন ছুঁড়ছেন নীরজ। তবে আর অল্প সময়ের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে নিজের ৯০ মিটারের লক্ষ্য পূরণ করতে চান ভারতীয় এই অ্যাথলেট এমনটাই জানিয়েছেন তিনি।