অন্যান্য খেলা

আন্তর্জাতিক জিমন্যাস্টিকস সংস্থার নির্দেশে হঠাৎই নির্বাসিত জিমন্যাস্ট দীপা কর্মকার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে আচমকাই নির্বাসিত করল আন্তর্জাতিক জিমন্যাস্টিকস সংস্থা। আর এ খবর জানতে পেরে স্বভাবতই হতবাক দীপা নিজে। তিনি কিছুতেই বুঝতে পারছেন না কেন তাকে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস সংস্থা নির্বাসিত করল। ত্রিপুরার এই বাঙালি জিমন্যাস্ট এর আগে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে না পারলেও, তার আগের রিও অলিম্পিকে জিমন্যাস্টিকসে চতুর্থ হয়ে সকলকে চমকে দিয়েছিলেন। আর এবারে তাকেই হঠাৎ কিছু না জানিয়ে নির্বাসিত করল আন্তর্জাতিক জিমন্যাস্টিকস সংস্থা।

এই ব্যাপারে দীপা নিজে মুখ খুলতে না চাইলেও, তার কোচ বিশ্বেশ্বর নন্দী পরিষ্কার জানিয়েছেন, বর্তমানে আগরতলাতে অনুশীলন করা দীপা বা তিনি কেউই বুঝতে পারছেন না এমন সিদ্ধান্ত কেন নেওয়া হল। তিনি এ কথাও জানান ভারতীয় জিমন্যাস্টিকস সংস্থা থেকে তাদের এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তারা এ ব্যাপারে জানার চেষ্টা করছেন।

প্রসঙ্গত করোনা অতিমারির কারণে ভারতে এবং বিদেশে একাধিক যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা বাতিল হওয়ার কারণে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করে অংশ নিতে পারেননি দীপা। তাই তিনি যাতে প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারেন তার জন্য বর্তমানে কঠোর অনুশীলনে ব্যস্ত। ‌ এর পাশাপাশি এই বছর অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও অংশ নিতে মরিয়া তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version