অন্যান্য খেলা

Davis Cup: বোপান্না-শরণ জুটির ডাবলসে অনবদ্য জয়, ডেনমার্কের বিরুদ্ধে জিতে ওয়ার্ল্ড গ্রুপে ভারত…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপের ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে অপ্রতিরোধ্য লিড নিয়ে নিল ভারত। আর এর ফলে ওয়ার্ল্ড গ্রুপে নিজেদের জায়গা ধরে রাখতে পারল তারা। এদিন অভিজ্ঞ রোহন বোপান্না এবং দিভিজ শরণের জুটি ডাবলস ম্যাচে দুরন্ত জয় পেল। তারা হারিয়েছেন ফ্রেডরিক নিলসেন এবং মাইকেল টর্পগার্ডকে পরাজিত করলেন তারা।

প্রসঙ্গত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পরে এই প্রথম ডেভিস কাপ ম্যাচ খেলতে নেমেছিল এই ভারতীয় জুটি। আর তারা নিজেদের ম্যাচ জিততে সময় নিলেন ১ ঘন্টা ৫৮ মিনিট। ম্যাচের ফলাফল ছিল ৬-৭(৪),৬-৪, ৭-৬(৪)। প্রথম দিকে পিছিয়ে থেকে ম্যাচে ফেরে শরণ-বোপান্না জুটি। রোমাঞ্চকর ম্যাচের শেষের দিকে ম্যাচের রাশ নিজেদের দখলে নেন।

এদিনের রোমাঞ্চকর ম্যাচে এক উত্তেজনাপূর্ণ জয়ের ফলে ভারত ২০২২ মরশুমে বিশ্ব গ্রুপে থাকবে। অন্যদিকে ডেনমার্ককে যেতে হবে ওয়ার্ল্ড গ্রুপ দুইয়ে। শুক্রবার ডেভিস কাপে ডেনমার্কের বিরুদ্ধে টেনিস ওয়ার্ল্ড গ্রুপ ১ প্লে-অফ ম্যাচে রামকুমার রামানাথনের একতরফা জিতেছিলেন। ডেনিশ খেলোয়াড় ক্রিস্টিয়ান সিগসগার্ডের বিরুদ্ধে খেলার ফল ছিল ৬-৩, ৬-২। অন্য ম্যাচে য়ুকি ভামব্রিও জয়ী হয়েছিলেন। মাইকেল টর্পগার্ডকে পরাজিত করেছিলেন য়ুকি। খেলার ফল ছিল ৬-৪,৬-৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version