অন্যান্য খেলা

অস্ট্রেলিয়ার আদালতে বড় জয় জকোভিচের, ভিসা বাতিলের সিদ্ধান্ত খারিজ বিচারকের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আদালতে বড় জয় পেলেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা খেলোয়াড় নোভাক জোকোভিচ। তার যে ভিসা বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার তা খারিজ করে দিল সে দেশের আদালত। এর পাশাপাশি বিচারক নির্দেশ দিয়েছেন যে এই আইনি লড়াইয়ে জকোভিচের যা খরচ হয়েছে তা প্রশাসনকেই মিটিয়ে দিতে হবে। এছাড়া আদালত জানিয়েছে এই মুহূর্তে যেখানে জকোভিচকে রেখেছে অস্ট্রেলিয়া প্রশাসন, সেখান থেকে আধ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে। সাথে সাথেই তার পাসপোর্ট সহ যা যা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল তাও জকোভিচকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে।

সোমবারের শুনানিতে অস্ট্রেলীয় সরকারের তরফ থেকে একথা মেনে নেওয়া হয়েছে, যে জকোভিচের ভিসা যে বাতিল হয়েছে তাকে সে কথা জানাতে সরকারের তরফ থেকে দেরি হয়েছিল এবং তার ফলে কোনও পদক্ষেপ নেওয়ার সময় পাননি জোকার। তারা হলফনামায় একথা জানিয়েছে যে এরপর থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা নির্দিষ্ট সময় যে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাকে জানিয়ে দেওয়া হবে।

যদিও এই জয়ের পরেও জকোভিচের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক। তিনি অন্য যেকোনও কারণ দেখিয়ে জকোভিচের ভিসা আবার বাতিল করতে পারেন এবং তাহলে আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়া প্রবেশ করতে পারবেন না জোকোভিচ। তবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলেও তার বিরুদ্ধে আইনের দ্বারস্থ অবশ্যই হতে পারবেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড়। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version