অন্যান্য খেলা
হঠাৎ টেনিস থেকে অবসর নিলেন বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় অ্যাশলে বার্টি…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় অ্যাশলে বার্টি সকলকে অবাক করে দিয়ে টেনিস থেকে অবসর ঘোষণা করলেন। অস্ট্রেলিয়ার এই তারকা টেনিস খেলোয়াড় এর আগেও টেনিস থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন, তবে এবারে তিনি আর কোর্টে ফিরতে রাজি নন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন বার্টি। তিনি যে অস্ট্রেলিয়ার অন্যতম বড় ক্রীড়াবিদ তা নিয়ে কারো দ্বিমত নেই। এই বছরের শুরুতেই তিনি ৪৪ বছরের খরা কাটিয়ে প্রথম অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন।
বিশ্ব ক্রমপর্যায় মহিলা বিভাগে বার্টি টেনিস বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আর এমন অবস্থায় তিনি অবসর নেবেন সে কথা কেউ টেরই পায়নি। নিজের ঘনিষ্ঠ বন্ধু এবং সাংবাদিকের সাথে একটি সাক্ষাৎকারে, বার্টি ঘোষণা করেছিলেন যে তিনি তার টেনিস ক্যারিয়ার এখানেই শেষ করছেন। বার্টি তার ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন।
নিজের ভিডিওতে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় জানিয়েছেন,”অনেকদিন ধরেই অবসরের কথা ভাবছিলাম। আমার ক্যারিয়ারে অনেক চমৎকার মুহূর্ত ছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। গত বছর উইম্বলডন একজন খেলোয়াড় হিসেবে আমাকে অনেক বদলে দিয়েছে। এটা আমার স্বপ্ন ছিল।”
২৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি আমার টিমকে অনেকবার বলেছি যে আমার সেই শক্তি ও ইচ্ছাশক্তি আর নেই। আমি নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে পারিনি এবং এখন আর কিছু করতে পারব বলে মনে হয় না। আমি এই খেলায় আমার সবটুকু দিয়েছি এবং এতে আমি খুব খুশি এবং এটাই আমার জন্য আসল সাফল্য।”