অন্যান্য খেলা

Asian Games 2023: ৯ বছর পর এশিয়ান গেমসে হকিতে স্বর্ণপদক ভারতের, হাতে পেল প্যারিস অলিম্পিকের টিকিট

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি দলের বিজয়রথ অব্যাহত থাকল। জাপানকে ৫-১ গোলে চূর্ণ করে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল। চলতি এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ সোনা এল হকির হাত ধরে। এশিয়ার মঞ্চে সেরার শিরোপা পেয়ে আগামী বছর প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেল ভারতের পুরুষ হকি দল। এবারের এশিয়া কাপে আগাগোড়া বজায় ছিল ভারতীয় হকি দলের দাপট। ফাইনালের মঞ্চেও যার কোনও ব্যতিক্রম হয়নি।

খেলার ২৫ মিনিটের মাথায় মনপ্রীতের রিভার্স হিটে প্রথম গোলের খাতা খোলে ভারতীয় পুরুষ হকি দল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় ভারত। হার্দিকের থেকে বল পেয়ে মনদীপের সাজানো বলে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন হরমনপ্রীত। মাত্র চার মিনিট যেতে না যেতেই সুখজিৎ ভারতের পক্ষে ৩ নম্বর গোলটি করেন। ৪৮ মিনিটে অভিষেকের সুবাদে ভারতের চতুর্থ গোল।

যদিও তার মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায় জাপানের। এরপর জাপানকে আর খেলায় ফেরার সুযোগ দেয়নি ভারত। ৫৯ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করে দেশের জন্য সোনা নিশ্চিত করে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version