অন্যান্য খেলা
অলিম্পিকের আগে ফরাসি ওপেন জিতে ভরসা দিচ্ছেন সাত্ত্বিক-চিরাগ…
রে স্পোর্টজ নিউজ ডেস্কআসন্ন অলিম্পিক গেমসের আগে ভারতীয় ক্রীড়া প্রেমীদের স্বপ্ন দেখাচ্ছেন ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। দ্বিতীয়বারের জন্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন তাঁরা। স্ট্রেট গেমে মাত্র ৩৭ মিনিটে জয়লাভ করল এই জুটি। ২১-১১, ২১-১৭ ফলাফলে তাঁরা হারালেন প্রতিপক্ষ চাইনিজ তাইপে জুটি লি ঝে ও হুয়েই ইয়াংকে।
ফাইনালে নামা থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সাত্ত্বিক-চিরাগকে। প্রথম গেমের শুরুতে লড়াই তুল্য মূল্য হলেও, অষ্টম পয়েন্ট থেকে এগিয়ে যায় এই ভারতীয় জুটি। প্রথমে ৮-৪ এবং তারপরে বাড়িয়ে ব্যবধান ১১-৫ করে নেন তাঁরা। এরপরে ধীরে ধীরে ১৫-৮, ১৮-১০ থেকে শেষ পর্যন্ত ২১-১১ প্রথম গেম জিতে যান চিরাগেরা।
যদিও দ্বিতীয় গেমে ভারতীয় দুটিকে ভালোই লড়াই দেন চাইনিজ তাইপের লি ঝে ও হুয়েই ইয়াং। একসময় ১৩-১১ ফলে এগিয়েছিলেন তাঁরা। তবে বিশ্বের এক নম্বর ভারতীয় পুরুষ জুটি অনবদ্য কাম ব্যাক করে। পরপর ছটি পয়েন্টের মধ্যে পাঁচটি জেতেন সাত্ত্বিকেরা। তারপর একবার লিড নেওয়ার পরে আর পেছনে ফিরে তাকাননি তাঁরা। ২১-১৭ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে দ্বিতীয়বারের জন্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।