অন্যান্য খেলা
ভারতেই অলিম্পিক? প্রধানমন্ত্রীর বড় ঘোষণা। সবিস্তারে পড়ুন
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের ক্রীড়াপ্রেমীদের জন্য এবার নিউইয়র্ক শহরে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। খুব তাড়াতাড়ি ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিকস, এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী।
প্যারিস অলিম্পিকে ভারতের ফল খুব একটা খারাপ হয়নি। মোট ছটি পদক এর মধ্যে পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রূপো জিতেছে ভারত। আর তারপরেই বড় ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন ভারত প্রস্তুতি নিচ্ছে অলিম্পিক আয়োজন করার। ২০৩৬ অলিম্পিক আয়োজিত হতে পারে ভারতেই, রবিবার নিউইয়র্ক শহর থেকে এমনই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন , “সদ্য সমাপ্ত হয়েছে প্যারিস অলিম্পিক। আর খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন ভারতেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবরকমভাবে চেষ্টা করছি ২০৩৬ সালের অলিম্পিক যেন আমাদের দেশেই আয়োজন করা সম্ভব হয়।” তবে এই প্রথম নয়। ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের দিন লালকেল্লা থেকেও একই বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। জানিয়েছিলেন ভারত অলিম্পিকসের মত বড় প্রতিযোগিতা আয়োজন করতে প্রস্তুত। সবকিছু পরিকল্পনা মাফিক চললে ২০৩৬ সালে ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা। এমনকি তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভারতীয় ক্রীড়াবিদদের কাছেও মোদিজি সহযোগিতা প্রার্থনা করেছেন।