অন্যান্য খেলা
প্যারিসে জোড়া সোনা ভারতের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সোমবার প্যারিসে পদকের বন্যা ভারতের। একই দিনে জোড়া স্বর্ণ পদক সহ ৭টি পদক জয় ভারতীয় প্যারা অ্যাথলিটরা। সোমবার ভারতকে প্যারিস প্যারালিম্পিকের দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন ২৯ বছর বয়সী ব্যাডমিন্টন খেলোয়াড় নীতেশ কুমার। প্রথমবার প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেই সোনা জিতলেন নীতেশ। তারপর রাতে সুমিত আন্তিলের হাত ধরে এল ভারতের তৃতীয় স্বর্ণ পদক। ফাইনালে ৭০.৫৯ মিটার দুরত্বে জ্যাভলিন ছুঁড়ে জয় নিশ্চিত করেন তিনি।
একই দিনে মহিলাদের ব্যাডমিন্টনে আরও দুটি পদক আনলেন তুলসীমতি মুরুগেসন এবং মনীষা রামদাস। মহিলাদের ব্যাডমিন্টনের এসইউ-৫ বিভাগে রুপো পেলেন তুলসীমতি। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মনীষা।
অন্যদিকে, ডিসকাস থ্রোয়ে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। প্যারিস অলিম্পিক্সে ব্যর্থতার পর, প্যারালিম্পিক্সে একের পর এক পদকে ঝুলি ভর্তি হচ্ছে ভারতের। পুরুষদের ডিসকাস থ্রো এর এফ-৫৬ বিভাগে নেমেছিলেন যোগেশ কাঠুনিয়া৷ টোকিওতেও একই বিভাগে দেশকে রুপো এনে দিয়েছিলেন তিনি। এবার লক্ষ্য ছিল সোনার। কিন্তু একটুর জন্য স্বপ্ন পূরণ হল না। প্রথম থ্রো-তেই ৪২.২২ মিটার অতিক্রম করেন যোগেশ। ৪৬.৮৬ মিটার দুরত্ব অতিক্রম করে সোনা জিতেছেন ব্রাজিলের ক্লাউডিনি বাতিস্তা। পাশাপাশি হাই জাম্পে রুপো জিতেছেন নিশাদ কুমার। টোকিও থেকে প্যারিস, পদকের রঙ বদলায়নি নিশাদেরও। পুরুষদের হাই জাম্পের টি৪৭ ইভেন্টে রুপো জিতেছেন তিনি। একটা হাত নেই নিশাদের, তাও পরপর দুটো গেমসে রুপো জিতলেন তিনি। অন্যদিকে তীরন্দাজির মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন শীতল দেবী ও রাকেশ কুমার।