Connect with us

ফুটবল

ডার্বি উত্তেজনায় ফুটছেন জেমি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহনবাগান সমর্থকদের ভালোবাসায় অভিভূত অস্ট্রেলিয়ার তারকা বিদেশি ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। কলকাতায় পৌঁছনোর পরে দুদিন কেটে গেলেও, বিমানবন্দরে তিনি যে অভ্যর্থনা পেয়েছেন তা এখনও ভুলতে পারছেন না ম্যাকলারেন। মঙ্গলবার আরপিএসজি হাউসে সাংবাদিক সম্মেলনে তাঁর হাতে ২৯ নম্বর জার্সি তুলে দেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং হেড কোচ হোসে মোলিনা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ম্যাকলারেন বলেন, “যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে আমি অভিভূত। মোহনবাগানের মতো সফল ক্লাবে আসতে পেরে আমি খুশি, এখানে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে আরও সাহায্য করতে চাই।”

আগামী ১৮ আগস্ট মরশুমের দ্বিতীয় ডার্বিতে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সেই ম্যাচ নিয়ে তিনি বলেন, “আমি এর আগে অনেক ডার্বি খেলেছি। তবে হ্যাঁ কলকাতা ডার্বি আমি টিভিতে দেখেছি। তবে হ্যাঁ, মাঠে থেকে আমি কলকাতা ডার্বিটা খেলতে চাই, এবং সেই প্যাশনটা উপভোগ করতে চাই। আমি যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে ছিলাম, সবাই তখন ডার্বির কথা বলছিল। আমার থেকে গোল চাইছিল। সমর্থকদের সেই ইচ্ছেপূরণ করতে চাই।”

অন্যদিকে আনোয়ার আলিকে নিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে দড়ি টানাটানি চলছেই। ইতিমধ্যেই এই ব্যাপারে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে গেছেন আনোয়ার এবং মোহনবাগান। সেই ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “আমরা মোহনবাগান। শালীনতা বজায় রাখতে পছন্দ করি। আমরা কারোর প্ররোচনায় পা দিতে চাই না। গত বছর আনোয়ারের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভাল। ও দারুণ টিম ম্যান। তাই এই বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাই না।”

প্রসঙ্গত আনোয়ার নিজেই আইএফএফকে জানিয়েছেন তিনি আর মোহনবাগানে থাকতে চান না। এমন অনিচ্ছুক ঘোড়াকে তাঁরা কি আটকে রাখবেন? তাতে গোয়েঙ্কা বলেন, “ও ইচ্ছুক বা অনিচ্ছুক, তার কোনও প্রমাণ আমরা পাইনি। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। দেখা যাক কী হয়।”

অন্যদিকে হেড কোচ মোলিনা যে চ্যাম্পিয়ন্স লিগকেই পাখির চোখ করছেন সেটা তাঁর কথাতেই পরিষ্কার। তিনি বলেন, “আমাদের কাছে সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। এখন ডুরান্ড চলছে, এরপরে আইএসএল রয়েছে। পাশাপাশি আমরা এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এশিয়াতেও মোহনবাগানকে ভালো জায়গায় নিয়ে যাওয়াই আমার লক্ষ্য থাকবে।”

ফুটবল

ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল অসম

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এবারের সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল অসমে। ফাইনালে ১১-০ গোলে হরিয়ানাকে হারালো অসম। প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে আসে আরও চারটি গোল।

ম্যাচের শুরু থেকেই অসম্ভব আক্রমণাত্মক ফুটবল খেলছিল অসম। ফলে ম্যাচের ৬ মিনিটেই তমাশ ডাইমারীর গোলে এগিয়ে যায় তারা। দলের অধিনায়ক তন্ময় বরুয়া ১২ মিনিটে আরেকটি গোল করেন। চার মিনিট বাদে আবার গোল করেন অরূপ কর্মকার। ম্যাচের ১৯ এবং ২১ মিনিটে ফের গোল তুলে আনেন তমাশ। আবার ২৫ মিনিটে গোল করেন তন্ময় এবং ৩১ মিনিটে গোল করেন অরূপ। এর ফলে প্রথমার্ধেই ৭-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে সাজঘরে ফেরে অসম।

দ্বিতীয়ার্ধেও তমাশ তার অনবদ্য খেলা চালিয়ে যান এবং ম্যাচের ৫৪, ৫৯ এবং ৭৮ মিনিটে আরও তিনটি গোল করেন। অবশেষে পরিবর্ত খেলোয়াড় হয়ে আসা নিভির প্রতিম বর্গোহাইন ৬২ মিনিটে গোল করে ব্যবধান ১১-০ করে ফেলেন। ফলে খুব সহজেই হরিয়ানাকে হারিয়ে সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ নিজেদের ঘরেই রাখতে পারল অসম।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL: দশ জনের বার্সেলোনাকে হারাল মোনাকো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যেখানে লামিন ইয়ামাল গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় কম বয়সী গোলদাতা হলেন, সেখানেই খেলার ১০ মিনিটে ডিফেন্ডার এরিক গার্সিয়ার লাল কার্ড দেখায় তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করল বার্সেলোনা।

প্রথম থেকেই ভালো ফুটবল খেলা শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের ১০ মিনিটে গোলরক্ষক টারস্টেগানের ভুলের জন্য, মোনাকোর খেলোয়াড়কে ফাউল করে বসেন এরিক গার্সিয়া। সেই কারণের জন্য প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও, পড়ে সেটিকে পরিবর্তন করে লাল কার্ড দেখান এরিককে। তার পর থেকে দশ জনে খেলতে হয় বার্সেলোনাকে। সেই সুযোগের সদ্ব্যবহার করে মোনাকো। খেলার ১৬ মিনিটেই আকলিয়াচের বক্সের ভেতর বাঁ পায়ের শটে ১-০ গোলে এগিয়ে যান তারা। তারপর থেকে ডিফেন্সকে সজাগ রেখে আক্রমণে উঠে আসতে থাকে বার্সা। খেলার ২৮ মিনিটে গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে কমবয়সী গোলদাতা হলেন লামিন ইয়ামাল। প্রথমার্ধে ১-১ ফলাফল নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ থেকেই মোনাকো ক্রমাগত বার্সা ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ম্যাচের ৫৬ মিনিটে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল মোনাকো। কিন্তু অনবদ্য দক্ষতায় সেই গোল বাঁচিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টারস্টেগান। ৭১ মিনিটে খেলার বিপরীতে গিয়ে গোল তুলে নেয় মোনাকো। পরিবর্ত খেলোয়াড় হিসেবে আসা লেনিখেনার জোড়ালো শটে গোল পেয়ে ২-১ গোলে ম্যাচ জিতে যায় এএস মোনাকো।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: জোড়া গোলে জয়ের পাশাপাশি নতুন রেকর্ড সুনীলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে বেঙ্গালুরুর ঘরের মাঠে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসি। যদিও তারা পরাস্ত করতে পারেনি সুনীল ছেত্রীর দলকে। প্রথম থেকেই হায়দ্রাবাদ যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলছিল। তবে কাজের কাজ তারা করতে পারছিলনা। বেঙ্গালুরু ৩-০ গোলে হারায় নিজামসদের। অপরদিকে মাঠে নেমেই জোড়া গোল করে নতুন রেকর্ড তৈরি করলেন সুনীল ছেত্রী। ওগবেচেকে ছাপিয়ে গিয়ে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার নজিরটি গড়লেন তিনি।

ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কর্নার থেকে ভেসে আসা বলকে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন দলের অধিনায়ক রাহুল ভেকে। ৭ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ নষ্ট করে হায়দ্রাবাদ এফসি। দেবেন্দ্র মুরগাওকারের শট বার উঁচিয়ে চলে যায়। তার পরেও আক্রমণের ধার কমায়নি নিজামসরা। কিন্তু প্রথমার্ধে গোলশূন্য ফলাফলেই সাজঘরে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই জোড়া গোল করেন সুনীল ছেত্রী। ৫৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি ম্যাচের ৯০ মিনিটের মাথায় এডগার মেন্দেজের ভেসে আসা ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দেন ছেত্রী। এরই পাশাপাশি আইএসএলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন সুনীল ছেত্রী। ঘরের মাঠে দ্বিতীয় জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে এখন বেঙ্গালুরু এফসি। তারা চাইবে এই জয়ের ধারা অব্যাহত রাখতে।

Continue Reading

Trending