আন্তর্জাতিক ফুটবল
UEFA NATIONS LEAGUE: জয় দিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। জয় পেল ফ্রান্সও…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের গ্রুপের প্রথম স্থানে হ্যারি কেনরা। খেলা ছিল ফ্রান্সেরও। তবে দলে ছিলেননা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবুও ইতালিকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ফ্রান্স। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে ইতালি।
গ্রুপের শীর্ষে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ইংল্যান্ডের। অপরদিকে ইংল্যান্ড আক্রমণ রুখতে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড দল। সেই রক্ষণাত্মক ফুটবলের কারণে প্রথমার্ধে ইংল্যান্ড আক্রমণকে সামাল দিতে সক্ষম হয়েছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আয়ারল্যান্ডের ফুটবলার লিয়াম স্কেলস। যার ফলে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড এবং এরই পাশাপাশি বাকি ম্যাচে দশ জনে খেলতে হয় ইংল্যান্ডকে। সেই পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তার পর থেকেই শুরু হয় গোলের মহড়া। ৫৫ এবং ৫৮ মিনিটে গোল করে যান অ্যান্থনি গর্ডন এবং কনর গ্যালাঘার। তারপর ম্যাচের ৭৬ মিনিটে জ্যারড বাওয়েন ও ৭৯ মিনিটে টেলর হারউড-বেলিসের গোলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড।
অপরদিকে ইতালির বিরুদ্ধে খেলতে নামার আগে তাদের থেকে তিন পয়েন্টে পিছিয়ে ছিল ফ্রান্স। তাছাড়াও দলে নেই এমবাপের মত ফুটবলার। কিন্তু জয়ের জন্য ফ্রান্সের এই ম্যাচের নায়ক ছিলেন আদ্রিয়েন হাবিয়ঁ। ম্যাচ শুরুর প্রথম ২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে ইতালির ফুটবলার গুগলিয়েলমো ভিকারিয়োর আত্মঘাতী গোলে ব্যবধান বারে ফ্রান্সের। যদিও ৩৫ মিনিটে আন্দ্রিয়ে ক্যাম্বিয়াসোর গোলে ব্যবধান কমায় ইতালি। দ্বিতীয়ার্ধে অনেক গোলের সুযোগ তৈরি করলেও ফ্রান্সের রক্ষণকে ভাঙতে সক্ষম হননি ইতালি ফুটবলাররা। তবে অপরদিকে ম্যাচের ৬৫ মিনিটে আদ্রিয়েন হাবিয়ঁ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ফ্রান্সের। ৩-১ গোলে এই ম্যাচ জিতে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।