ফুটবল

চুক্তি বাড়ালেন বিশাল কাইথ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ৫ বছরের লম্বা চুক্তিতে ২০২৯ অবধি মোহনবাগানে থাকছেন বিশাল কাইথ। গোলপোস্টের তলায় বিশালের বিশালত্যতেই ভরসা মোহনবাগানের।

শিল্টন পালের পরে বাগান সমর্থকদের নয়নমণি হয়ে উঠেছেন বিশাল কাইথ। ভালোবেসে সমর্থকেরা তাঁকে ডাকেন “আওয়ার ফ্লাইং কাইট” বলে। তিনকাঠির নিচে বিশালের থাকাতে দলের মনোবল অনেকটাই বৃদ্ধি পায় বলে মনে করেন পেত্রাতোস, কামিন্স, শুভাশিসরা। টাইব্রেকারে বহু ম্যাচে মোহনবাগানের ভাগ্য লিখেছেন এই বিশাল। মোহনবাগানের হয়ে ইতিমধ্যেই তিনি জিতে ফেলেছেন দুটি সোনার গ্লাভস, ডুরান্ড কাপ এবং আইএসএল ট্রফি ও লিগ শিল্ড।

মোহনবাগানে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে আবেগপ্রবণ বিশাল। তিনি বলেই দিলেন “আজীবন মোহনবাগানের হয়েই খেলতে চাই। মোহনবাগান ক্লাব থেকে আমি যেই ভালবাসা আর সম্মানটা পাই সেটার জন্য অনেক ক্লাবের বড় বড় প্রস্তাব থাকা সত্ত্বেও আমি মোহনবাগান ছেড়ে যাওয়ার কথা ভাবি না।”

হিমাচলপ্রদেশের বিশাল ছোটবেলায় উইকেটকিপিং ও গোলকিপিং দুটোই করতেন তাঁর স্কুল দলের হয়ে। তবে বড় হয়ে তিনি বেছে নিয়েছেন গোলকিপিংটাই। খুবই পরিশ্রমী বিশাল। তিনি মনে করেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না। কখনও অনুশীলন কামাই করেন না। সময়ের আগে সবসময় চলে আসেন ড্রেসিংরুমে। মাথায় চোট লাগার পরও সেই চোট নিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন বিশাল। তিনি বলেন “স্ট্রাইকারের কাজ যেরকম গোল করা, সেরকমই গোলকিপারের কাজ গোল বাঁচানো। আর আমিও সেটাই করি।”

মোহনবাগানে এসে নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছেন বিশাল। ক্লাবের প্রতি দায়বদ্ধতা, জার্সি ও সমর্থকদের আবেগ, চাহিদা এসব ইতিমধ্যেই খুব ভালোমত বুঝে গিয়েছেন তিনি। তাই লম্বা চুক্তিতে সই করে নিজেকে আরও সফলভাবে সবুজ-মেরুন জার্সিতে মেলে ধরতে মরিয়া মোহনবাগানের ‘বাজ পাখি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version