আন্তর্জাতিক ফুটবল

UCL: ইংল্যান্ডে চার বছর আগে হওয়া অপমানের মধুর প্রতিশোধ কুর্তোয়ার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল প্রায় ৪৫ মিনিট দেরিতে শুরু হওয়ার জন্য রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল দলের মধ্যে যে ফুটবলারটি সবথেকে বেশি বিরক্ত হয়েছিলেন তিনি আর কেউ নন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কুর্তোয়া। ম্যাচ শুরুর আগে রিয়াল যখন অনুশীলন করতে নামে সেই সময় তাকে দেখেই বোঝা যাচ্ছিল ম্যাচ দেরিতে শুরু হওয়ার কারণে তিনি বেশ বিরক্ত। এর প্রধান কারণ তিনি যেকোনোভাবে মাঠে নামতে চাইছিলেন, খেলতে চাই ছিলেন জীবনের অন্যতম সেরা ম্যাচ!

২০২২ মরসুমের আগে রিয়াল মাদ্রিদ শেষবারের জন্য চ্যাম্পিয়নস লিগ জিতেছিল চার বছর আগে অর্থাৎ ২০১৮ সালে। আর সেই বছরেই রিয়ালে আসেন কুর্তোয়া। সে সময় তাকে রিয়াল মাদ্রিদ নিচ্ছে দেখে দলের সমর্থকরা অনেকেই হতবাক হয়ে ছিলেন, কারণ সেই বছর চেলসির হয়ে খেলতে গিয়ে বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে তিন গোল খেয়েছিলেন এই বেলজিয়ান গোলরক্ষক। আর তার মধ্যে লিওনেল মেসি তার দুই পায়ের ফাঁক দিয়ে দু’গোল দিয়েছিলেন। তারপরেও রিয়াল তাকে নেওয়াতে অনেকেই চোখ কপালে তুলেছিলেন। যদিও তারপর সেই বছরেই রাশিয়া বিশ্বকাপে সোনার গ্লাভস জিতে নিয়ে সকলের নিন্দার জবাব দিয়েছিলেন কুর্তোয়া।

আর চার বছরের মধ্যে কুর্তোয়া মানসিকভাবেও যে কতটা পরিণত হয়েছেন তার প্রমাণ তিনি শনিবারের ফাইনাল খেলাতেই দিয়েছেন। তিনি যেন নেমেই ছিলেন ম্যাচটা জিততে। তাই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতে নামার আগে তিনি জানিয়েছিলেন,”রিয়াল যখনই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা তারা জেতার জন্যই খেলে। ইতিহাস তাই বলছে।”

আর কথাটা যে শুধু মুখের কথা নয় তার প্রমাণ রিয়ালের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়। এদিন লিভারপুলের বিরুদ্ধে ফাইনালে তিনি একাই রিয়ালের গোলে দেওয়াল তুলে দিয়েছিলেন। ফাইনালে তিনি বাচান মোট নটি শট। প্রথমার্ধে লিভারপুল নাকানিচোবানি খাওয়াচ্ছিল রিয়ালের ডিফেন্সকে। তবে মহম্মদ সালাহ, সাদিয়ো মানেদের আক্রমণ বারবার আটকে যাচ্ছিল কুর্তোয়া নামক এক দেওয়ালে।

ফাইনালে সেরার পুরস্কার কুর্তোয়া বলেন,”আমার মনে আছে সোশ্যাল মিডিয়ায় টুইট করে আমাকে অনেকেই নম্র হতে বলেছিলেন। তবে এখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে। আমি যা পরিশ্রম করেছি তাতে একটা ফাইনাল আমাকে জিততেই হত।” প্রসঙ্গত ২০১৮ চ্যাম্পিয়নস লিগের প্রি কোয়ার্টার ফাইনালে হারের সম্মুখীন হওয়ার পরে ইংল্যান্ডে প্রচন্ড অপমানের মুখোমুখি হতে হয়েছিল কুর্তোয়াকে, আর সেই জবাব তিনি মাঠে খেলেই দিতে চেয়েছিলেন। সে সময় চেলসি কিন্তু তাকে ছেড়ে দিতে চায়নি, তবে তিনি মনস্থির করে নিয়েছিলেন তিনি ইংল্যান্ড ছাড়বেনই। এরপরেই রিয়াল মাদ্রিদ তাকে দলে নেয়। আর এবারে সেই দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে কুর্তোয়া বলছেন,”আমার নিজের নামের প্রতি সুবিচার করতে আমাকে একটা ফাইনাল অন্তত জিততেই হত। কারণ আমি মনেপ্রাণে বিশ্বাস করি আমি আমার সঠিক সম্মান ইংল্যান্ডে পাইনি।”আর সব থেকে মজার কথা হল শনিবারে ইংল্যান্ডেরই ক্লাব লিভারপুলকে হারিয়ে জিতল রিয়াল মাদ্রিদ।

এই ম্যাচে জয়ের পরে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তি জানিয়ে দেন,”এমনভাবে গোল রক্ষা করতে আমি আগেও দেখেছি। তবে সেটা কুর্তোয়াকেই।” তাই রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে বলাই যায় যে কুর্তোয়ার চার বছরের এই যন্ত্রণার অবসান অবশেষে হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version