আন্তর্জাতিক ফুটবল
UCL: রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারাল ম্যানচেস্টার সিটি…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির হেড কোচ পেপ গুয়ার্দিওলা পরিষ্কার জানিয়েছিলেন যে স্প্যানিশ জায়ান্টদের ঐতিহ্যের সঙ্গে পাল্লা দেওয়ার ধৃষ্টতা তিনি কোনোভাবেই দেখাবেন না, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে নিজেদের সেরা ফুটবল খেলার চেষ্টা করবেন। মঙ্গলবার চলতি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে সেই কথা রাখলেন এবং তার দল এতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে দারুন লড়াই করে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দিয়ে দ্বিতীয় লেগের আগে কিছুটা এগিয়ে রইল।
ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় রিয়াদ মাহরেজের দারুন পাস থেকে গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন কেভিন দ্য ব্রুইন। এরপর খেলার ১১ মিনিটের মাথায় সিটির হয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলের তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস। বিরতিতে যাওয়ার আগে রিয়ালের হয়ে প্রথম গোল করে দলকে লড়াইয়ে ফেরান রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ফরওয়ার্ড করিম বেঞ্জেমা। প্রথমার্ধের খেলা শেষ হয় সিটির পক্ষে ২-১ ফলাফলে। খেলা শুরু হওয়ার পরে দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় ফের প্রিমিয়ার লিগের দলটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। এর ঠিক দুই মিনিটের মাথায় রিয়ালের হয়ে এবারে ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র।
যদিও তারপরেও স্বস্তি ফেরেনি রিয়াল শিবিরে। ৭৪ মিনিটে বের্নার্দো সিলভা ব্যবধান ৪-২ করে দেন। ৮২ মিনিটে পেনাল্টি থেকে বেঞ্জেমার গোলে ব্যবধান দাঁড়ায় ৪-৩। তবে তার পরেও বহু চেষ্টাতে ম্যাচে সমতা ফেরাতে পারেনি রিয়াল। এখন দেখার রিয়ালের ঘরের মাঠে দ্বিতীয় লেগের সেমিফাইনালে ঠিক কি হয়।