আন্তর্জাতিক ফুটবল

UCL: ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের উদ্দেশ্যে এক পা বাড়িয়ে রাখলে লিভারপুল…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ভিলারিয়ালকে হারিয়ে ফাইনালের দিকে নিজেদের রাস্তা বেশ খানিকটা প্রশস্ত করে রাখল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। প্রথমার্ধে কোনও গোল না হলেও, দ্বিতীয়ার্ধে ভিলারিয়ালের ডিফেন্স ভাঙতে সক্ষম হয় প্রিমিয়ার লিগের দলটি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে জয়ী হলেন সালাহ-মানেরা।

অ্যানফিল্ডে ৬ বারের চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য নিয়ে খেলেন। সাদিও মানে-সালাহ-দিয়াসরা দুই উইং কখনও বা বিল্ড আপ ফুটবল খেলে গোল করার চেষ্টা চালিয়ে গেছেন, তবে ফিনিশিংয়ের দুর্বলতা ও গোলকিপার ‍রুলির দৃঢ়তায় মূলত প্রথমার্ধে গোল আসেনি।

ম্যাচ শুরুর ১১ মিনিটে লিভারপুল গোল পেতে পারতো। সালাহর ক্রসে সাদিও মানে দৌড়ে এসে যে হেড করেন তা অল্পের জন্য মিস হয়। ২২ মিনিটে থিয়াগোর কাছ থেকে বল পেয়ে হেডারসনের ডান প্রান্তের ক্রস সরাসরি বাইরের পোস্ট কাঁপিয়ে দেয়। ৯ মিনিট পর লুইস দিয়াসের জোরালো শট গোলকিপার রুলি পাঞ্চ করে ফেরান। ৩৪ মিনিটে সাদিও মানের সাইড ভলি এক ডিফেন্ডারের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার বয়স তখন ৪২ মিনিট আর গোল প্রায় হয়েই যাচ্ছিল, কিন্তু থিয়াগোর ডান পায়ের বুলেটের মত শট পোস্টে লেগে প্রতিহত হয়।

ভিয়ারিয়াল কোনওমতে নিজেদের ডিফেন্স অটুট রাখার চেষ্টা করে, তবে বিরতির পর আর গোলমুখ আর অক্ষত রাখা যায়নি।

৫৩ মিনিটে অবশেষে সফল হয় লিভারপুল। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের আত্মঘাতি গোলে এগিয়ে যায়। হেডারসনের ডান প্রান্তের ভাসিয়ে দেওয়া বলে এস্তোপিয়ানের পায়ে লেগে কিছুটা দিক পরিবর্তন করে জালে ঢোকার সময় গোলকিপারের হাত ছুঁয়ে যায়। দু’মিনিট পর সালাহর পাসে সাদিও মানে এবার আর ভুল করেননি। গোলকিপারকে সামনে একা পেয়ে সহজেই বল জড়িয়ে দিয়েছেন জালে। এরপর গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা অনেক করে লিভারপুল তবে দিয়াস-মানেরা পাননি তৃতীয় গোলের খোঁজ। দুই গোলে এগিয়ে থেকে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবেন সালাহরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version