আন্তর্জাতিক ফুটবল
UCL: শেষ ষোলোর দ্বিতীয় লেগে সাত গোলের মালা বায়ার্নের, ইন্টার মিলানের কাছে হেরেও কোয়ার্টারে লিভারপুল…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখ তাদের প্রতিপক্ষ আরবি সালজবার্গের বিরুদ্ধে ম্যাচ ১-১ গোলের ড্র করায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। তবে মঙ্গলবার ঘরের মাঠে নিজেদের খোলস ছেড়ে বের হন লেওয়ান্ডোস্কিরা এবং প্রতিপক্ষকে ৭-১ গোলে চূর্ণ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান পাকা করলেন তারা। এই জয়ের পরে এই নিয়ে সপ্তমবার ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবগুলির প্রতিযোগিতায় এক ম্যাচে সাত গোল করার নজির গড়ল বায়ার্ন।
এদিন বায়ার্নের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডোস্কি। ম্যাচের ১২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপরে খেলার ২১ ও ২৩ মিনিটে ফের দুটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিক পূর্ণ করেন লেওয়ান্ডোস্কি। এরপর জার্মানির অন্যতম শ্রেষ্ঠ দলের হয়ে ৪ নম্বর গোলটি করেন সার্জ ন্যাবরি। খেলার ৩১ মিনিটে গোল করে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিনি দলকে ৪-০ গোলে এগিয়ে দেন।
এরপর দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ থমাস মুলার ৫৪ ও ৮৩ মিনিটে গোল করেন। তিনি ছাড়া খেলার ৭০ মিনিটের মাথায় লেরয় সানে বায়ার্নের হয়ে আরেকটি গোল করেন। সালজবার্গের হয়ে কিয়েগার্ড ৭০ মিনিটে একটি গোল করেন। তবে সেই গোল সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না। ঘরের মাঠে বায়ার্ন দাপট দেখালেও লিভারপুল কিন্তু ঘরের মাঠে ০-১ ব্যবধানে হেরে বসল, তাও আবার ১০ জনের ইন্টার মিলানের বিরুদ্ধেই। তবে সান সিরোতে ইন্টারকে ২-০ হারানোর ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে, জুরগেন ক্লপের লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে যায়।