ফুটবল
সবুজ-মেরুন সভাপতি হিসেবে ফের দায়িত্ব নিলেন টুটু বসু…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: mhuসব জল্পনার অবসান ঘটিয়ে ফের একবার মোহনবাগান ক্লাবের সভাপতি হলেন টুটু বোস। মোহনবাগানের নতুন কার্যকরী কমিটির তৃতীয় বৈঠকের শেষে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত মোহনবাগানের পরবর্তী সভাপতি কে হতে যাচ্ছেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই ময়দানে জল্পনা চলছিল। নতুন যে কার্যকরী কমিটি গঠন করা হয় তারা দীর্ঘদিন ধরেই ধীরে চলো নীতি নিয়ে এই বিষয়ে আলোচনা করছিলেন। বেশ কয়েকদিন আগেই ক্লাবের সচিব দেবাশীষ দত্ত জানিয়েছিলেন যে বেশ কয়েকজন মোহনবাগান সভ্য সমর্থক এই পদের যোগ্য আর সেই কারণেই তারা এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে একটু বেশি সময় নিচ্ছেন। অবশেষে বুধবার তৃতীয়বারের জন্য কার্যকরী সমিতি যে বৈঠকে বসে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে টুটু বসুই মোহনবাগান ক্লাবের সভাপতি হওয়ার জন্য যোগ্য ব্যক্তি। সভা শেষ হওয়ার পরে ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন,”ক্লাবের সভাপতি হিসেবে আপাতত এটুকুই থাকছেন। এছাড়া আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগে মোহনবাগান সভাপতি হতে গেলে ২০ বছর ক্লাবের সদস্য হতে হত। এবারের সেটা কমিয়ে ১৫ বছর করা হবে। পাশাপাশি টুটু বাবুর শরীর এখন তেমন ভালো নয়, এছাড়া তিনি বেশিরভাগ সময়টাই দুবাইতে কাটান। এসব নিয়ে ভাবনা চিন্তা করেই আগামী দিনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত ক্লাবের সভাপতি পদে তিনিই থাকছেন।”
সভাপতি হিসেবে থেকে যাওয়ার পরে দুবাই থেকে বিবৃতি দিয়ে টুটু বসু জানান,”আমি খুব খুশি। দেবাশিসকে আমিই দু’দশক আগে ক্লাবে এনেছিলাম। দেবাশীষ আমার সঙ্গে অনেক লড়াইয়ের সাক্ষী। আই লিগ চ্যাম্পিয়ন হওয়া, আই-লিগ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করা, ক্লাবের ইতিহাসে প্রথমবার বিদেশি ফুটবলার খেলানো, সবেতেই আমরা একসঙ্গে লড়াই করেছি। আগামী দিনেও করব।”
তিনি আরও যোগ করেন,”আমার স্থির বিশ্বাস আগামী দিনে দেবাশিসের নেতৃত্বে আমি এবং কমিটির সদস্যরা মোহনবাগান ক্লাবকে সাফল্যের শিখরে নিয়ে যাব। কমিটির সকলকে এবং মোহনবাগানের সকল সমর্থককে আমার শুভেচ্ছা রইল।”