আন্তর্জাতিক ফুটবল

জাতীয় শিবিরে ফুটবলার ছাড়া নিয়ে সংঘাত এআইএফএফ এবং মুম্বই সিটি এফসির…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আইএসএল শুরু হওয়ার আগে ভারতীয় ফুটবলের ক্লাব দলগুলি ভারতীয় দলের ফুটবলারদের জাতীয় শিবিরে ছাড়া নিয়ে একসময় খুব টানাপোড়েন চলত। সে সময় দুই প্রধানসহ দেশের বিভিন্ন ক্লাব জাতীয় শিবিরে ঠিকমতো ফুটবলার ছাড়ত না। এরপর যখন আইএসএল শুরু হয় তারপর থেকে সেই অসুবিধাটা কিছুটা কমেছিল এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ফিফার যেমন ক্যালেন্ডার থাকতো সেইমতো ফুটবলারদের জাতীয় শিবিরে আসতে বলায় মাঝে আর কোনও অসুবিধা হয়নি। তবে এবারে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচের একটি সিদ্ধান্তে ফের ডামাডোল শুরু হয়েছে ভারতীয় ফুটবলে। আসন্ন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য প্রস্তুতি শিবির করতে ফিফার নির্ধারিত তারিখের বাইরে গিয়ে বেশি দিনের প্রস্তুতি নেওয়ার কথা ভেবেছিলেন ইগর। আর সেই কারণে তিনি প্রস্তুতি শিবির শুরু করতেই হঠাৎ শুরু হয়েছে সমস্যা। তিনি ফুটবলারদের নিয়ে কলকাতায় জাতীয় শিবির করলেও সেখানে যোগ দেননি আইএসএল মুম্বই সিটি এফসির ফুটবলাররা।

প্রসঙ্গত এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতির জন্য মুম্বই দলের ৬ জন ফুটবলারকে জাতীয় শিবিরের ডেকে পাঠিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ। তবে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকার কারণে একজনও ফুটবলারকে ছাড়তে রাজি হয়নি মুম্বই। ফলে সেই ফুটবলারদের বাদ দিয়েই তাদের জায়গায় নতুন তিনজন ফুটবলারকে ভারতীয় ফুটবল দলের শিবিরে যোগ দিতে বলা হয়। তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চেয়ে পাঠানো সেই তিন ফুটবলারকেও ছাড়ল না তারা। গত ২৭ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে মুম্বইয়ের খেলা শেষ হয়ে গেলেও ফেডারেশনের ডেকে পাঠানো ৩ ফুটবলার রাহুল ভেকে, আপুইয়া এবং বিপিন সিং ১০ মে’ তেও কলকাতার জাতীয় শিবিরে যোগ দেননি। যা দেখে অবাক হয়ে গিয়েছেন স্টিমাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version