ফুটবল
বিরোধীশূন্য মোহনবাগান! হচ্ছে না কোনও নির্বাচন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নির্বাচনের ফল ঘোষণার আগেই বিরোধীশূন্য মোহনবাগান! হ্যাঁ ঠিকই শুনেছেন। বিরোধীপক্ষের যে দুই কর্তা এবারের ভোটে মনোনয়ন জমা দিয়েছিলেন, সূত্র মারফত জানা যাচ্ছে তারা দুজনেই সরে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। আর শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই বিরোধী কর্তা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার কারণে এবং নতুন করে কোনও বিরোধীদের আর মনোনয়নপত্র জমা না পড়ায় আর নির্বাচন হওয়ার কোনওরকম সম্ভাবনা নেই মোহনবাগানে। আর বলাই যায় এরফলে মোহনবাগানে বিরোধী শক্তি বলে আর কিছু থাকল না।
আর অন্যদিকে সৃঞ্জয় বসুর কোনওরকম আর পদ থাকল না মোহনবাগানে। শেষবার মোহনবাগানের সভাপতি ছিলেন টুটু বসু। যদিও এবারে তিনি সেই পদে থাকবেন কিনা সেটা সময় বলবে। যদিও শাসকগোষ্ঠীর এক কর্তা বলেন, টুটুদা আজীবন আমাদের সঙ্গে রয়েছেন। তিনি যদি কোনও পদে নাও থাকেন, তবুও তার গুরুত্ব কোনদিনও মোহনবাগানে কমবে না।