ফুটবল

ভারতীয় ফুটবলে সুনীল যুগের অবসান

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবলে শেষ হতে চলেছে একটি অধ্যায়। যে অধ্যায়ের নাম সুনীল ছেত্রী। চিরতরের জন্য বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। আর অবসরের জন্য বেছে নিলেন তার প্রিয় শহর কলকাতাকেই। আগামী ৬ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচটাই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ হতে চলেছে সুনীলের। ২০০৫ সালে ভারতের জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর। দেশের হয়ে প্রথম ম্যাচেই গোল পেয়েছিলেন সুনীল। এরপর অনেক চড়াই-উতরাই পেড়িয়ে ৩৯ বছর বয়সে নিজের ফুটবল জীবনে ইতি টানলেন।

বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের অবসরের কথা জানান ভারত অধিনায়ক। অবসর ঘোষণার দিনে জাতীয় দলে অভিষেকের স্মৃতি রোমন্থন করে বললেন “একটা দিনের কথা কখনোই ভুলব না। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। সেই অনুভূতিটাই আলাদা।” সেখান থেকেই শুরু। ধীরে ধীরে নিজেকে ভারতের সেরা স্ট্রাইকার করে তুলেছেন। ভারতীয় ফুটবলে বহু কোচ বদল হয়েছে। কিন্তু কেউই সুনীলকে ছাড়া দল গড়তে পারেননি। এখনও সূনীলের যোগ্য উত্তরসূরী খোঁজার কাজ চলছে। তাই বলাই যায় সুনীল ছেত্রীর অবসর মানে, ভারতীয় ফুটবলে একটা যুগের অবসান। প্রায় দুই দশক ধরে ভারতীয় ফুটবলের পতাকা উড্ডীন করেছিলেন সুনীল ছেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version