ফুটবল
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আইএফএ দ্বন্দ্ব অব্যাহত
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কলকাতা লিগের সুপার সিক্সের ডার্বি প্রত্যাখ্যানের জেড়ে আইএফএ বনাম মোহনবাগান সুপার জায়ান্ট সংঘাত চরমে উঠেছে। কিছুদিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানানো হয় কলকাতা লিগের ডার্বি আয়োজন নিয়ে অপেসাদারিত্বের পরিচয় দিয়েছে আইএফএ। এই ঘটনার ফলে পাল্টা অভিযোগ আনেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। মোহনবাগানের ডার্বি না খেলা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। এই ঘটনার পরে এখন আইএফএর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় হাঁটছে মোহনবাগান সুপার জায়ান্ট।
মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আগামী ম্যাচের টিকিট আইএফএ অনুমোদিত প্রতিটি ক্লাবের কাছে সরাসরি তারা পৌঁছে দেবে। ম্যানেজমেন্টের অভিযোগ এর আগেও আই এফ এর কাছে টিকিট পৌঁছে দেওয়া সত্ত্বেও ক্লাব গুলির কাছে পর্যাপ্ত টিকিট পৌঁছায়নি। তাই এবার অন্য রাস্তায় হাঁটছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএফএ অনুমোদিত ৩০০ টি ক্লাবকে দশটি করে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামীকাল সকাল ১০ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত মোহনবাগান ক্লাব থেকে এই টিকিট বিতরণ করা হবে। শুধু তাই নয় এই টিকিট বিতরণের জন্য আলাদা করে কাউন্টারের ব্যবস্থাও রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ।