আন্তর্জাতিক ফুটবল

কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন মরশুমের এএফসি কাপের ড্র

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ২০২৩-২৪ মরশুমের এএফসি কাপের গ্রুপ স্টেজের ড্র অনুষ্ঠিত হয়ে গেল কুয়ালালামপুরে এএফসি হাউসে। এএফসি কাপের ১৯ তম আসরে ৫ টা এএফসি জোন থেকে মোট ৩৬ টি ক্লাবকে ৯ টি গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি গ্রুপে রয়েছে ৪ টি করে দল। ৯ টি গ্রুপ থেকে ১৬ টি দল পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। ৯ টি গ্রুপের শীর্ষে থাকা দল এবং ৭ টি রানার্সআপ দল পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। গত মরশুমের ফাইনালিস্ট নেজমেহ এফসি রয়েছে “গ্রুপ সি”তে এবং আরও এক ফাইনালিস্ট দল আলতিন আইজার এফসি রয়েছে “গ্রুপ ই”-তে। গ্রুপ ডি-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে ওড়িশা এফসি এবং মোহনবাগান। এই গ্রুপের অন্য দুই দল বসুন্ধরা কিংস এবং মাজিয়া স্পোর্টজ এন্ড রিক্রিয়েশন ক্লাব।

গ্রুপ জি-তে রয়েছে অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। একই গ্রুপে জায়গা করে নিয়েছে তেরেঙ্গানু এফসি, বালি ইউনাইটেড এবং স্টালিওং লাগুনা এফসি। ৯ টি গ্রুপের মোট ৩৬ টি দলকে নিয়ে এএফসি কাপের প্রতিযোগিতা শুরু হতে চলেছে আসন্ন সেপ্টেম্বর মাসের মাঝে। খুব শীঘ্রই এএফসি কাপের নির্ধারিত সূচী প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version