ফুটবল

এশিয়ান গেমসই এখন মূল লক্ষ্য ইগর স্টিমাচের কাছে

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ চলতি বছরে পরপর তিনটি প্রতিযোগিতায় জয় পেয়েছে ভারত। টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ইগর স্টিমাচের দলের কাছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বছরের প্রথম বিদেশে টুর্নামেন্ট খেলতে যাবে ভারতীয় দল। কিংস কাপে সুনীল ছেত্রীকে ছাড়াই মাঠে নামতে হবে ইগর স্টিমাচের দলকে। কিংস কাপের পরেই রয়েছে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে বড় সাফল্য পেতে চান ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। তবে খুব অল্প সময়ের ব্যবধানের মধ্যেই মাঠে নামতে হবে তার দলকে। তাই চোট-আঘাতের বিষয়টা তাকে চিন্তায় রাখছে। এতো কম সময়ের মধ্যে দল মাঠে নামবে যাতে চোট আঘাত ছাড়াই নব্বই মিনিট প্রত্যেকে মাঠে থাকতে পারে সেই দিকেই নজর থাকবে ইগর স্টিমাচের।

কিংস কাপে এশিয়ার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ইরাকের বিরুদ্ধে খেলতে হবে সুনীল ছেত্রীহীন ভারতকে। স্টিমাচের কাছে বড় চ্যালেঞ্জ আক্রমণভাগকে তৈরি রাখা। যদিও ভবিষ্যতের তারকা তৈরি করার বড় সুযোগ সেই কথাও মানছেন তিনি। ২০১৯ সালে এই কিংস কাপের হাত ধরেই ভারতের কোচের পদে অভিষিক্ত হয়েছিলেন স্টিমাচ। চলতি মরশুমে পরপর বড় প্রতিযোগিতা রয়েছে ভারতের সামনে। প্রথমে কিংস কাপ, তারপর এশিয়ান গেমস, মারডেকা কাপ, এশিয়ান কাপ এবং বিশ্বকাপের কোয়ালিফায়ার। স্টিমাচের কাছে যেমন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে তেমন সেরা একাদশ বেছে নেওয়াটাও বড় চ্যালেঞ্জ। কিংস কাপের থেকেও এশিয়ান গেমসকে এগিয়ে রাখছেন ভারতের কোচ। এশিয়ান গেমসে নিজেদের সেরাটা উজার করে দেওয়াই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version