ফুটবল

ভারতকে তৃতীয় রাউন্ডে নিয়ে যেতে আশাবাদী থাপা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দলের হয়ে ৫০ টার বেশি ম্যাচ খেলা সহজ কথা নয়। কিন্তু সেটা সম্ভব করে দেখিয়েছেন ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। থাপার বয়স এখন ২৬। ইতিমধ্যেই জাতীয় দলের জার্সিতে ৫৭ টি ম্যাচ খেলে ফেলেছেন। সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং সান্ধুর পর তিনি তৃতীয় প্লেয়ার, যিনি জাতীয় দলের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী ভারতের এই মিডফিল্ডার।

সাত বছর জাতীয় দলের সঙ্গে আছেন। এই সাত বছরে একটি ও জাতীয় দলের শিবিরে অনুপস্থিত থাকেননি তিনি। কুয়েত ম্যাচের প্রসঙ্গে তিনি বললেন “এই ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় রাউন্ডে পৌঁছানোর জন্য এই ম্যাচটা আমাদের জিততেই হবে। শুধু তাই নয়, সুনীল ছেত্রীকে জয় উপহার দিতে চাই শেষ ম্যাচে।” থাপা মনে করছেন যুবভারতীর ভরা গ্যালারির সামনে নিজেদের সেরাটা উজার করে দিতে পারলেই কাঙ্খিত জয় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version