ইস্টবেঙ্গল
Super Cup 2024: সুপার কাপে নক আউটের হাতছানি ইস্টবেঙ্গলের সামনে
নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: সুপার কাপ ডার্বি ড্র করতে পারলেই নক আউটে পৌঁছে যাবে কার্লেস কুয়াদ্রাতের দল। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছিল কুয়াদ্রাতের ছেলেরা। সুপার কাপে তারই পুনরাবৃত্তি ঘটানোর আশায় বুক বাঁধছে লাল-হলুদ সমর্থকেরা। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ডার্বির আগে দলের শক্তি বুঝে নিতে ছয় বিদেশিকে রেখেই দল সাজিয়েছিলেন কুয়াদ্রাত। ম্যাচের প্রথম কোয়ার্টারেরি হিজাজি মাহেরের করা গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নিশু কুমারের বাড়ানো বল থেকে হেডে দুর্দান্ত একটি গোল করেন হিজাজি। গোল করার কিছুক্ষণের মধ্যেই দলের অনিবার্য পতন রোধ করেন তিনি। ৩১ মিনিটের মাথায় একটি দর্শনীয় গোল করে লাল-হলুদের হয়ে ব্যবধান বাড়ান সিভেরিও টোরো।
গোটা প্রথমার্ধ জুড়েই দাপট বজায় রাখেন লাল-হলুদ ফুটবলাররা। তবে বিরতির কিছু আগে বল জালে জড়িয়ে দিয়েছিলেন ডেভিড কাসটানেডা। কিন্তু রেফারির সিদ্ধান্ত অফসাইড গণ্য হওয়ায় গোলটি বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে শ্রীনিধি ডেকান। তবে সমস্ত আক্রমণই শেষ হয়ে যায় ইস্টবেঙ্গল রক্ষণে এসে। রেগুলেশন টাইমের একেবারে শেষ দিকে ব্যাক টু ব্যাক দুটি অনবদ্য সেভ করেন শ্রীনিধি ডেকানের গোলরক্ষক নীরজ লাম্বা। ক্লেইটনের দূরপাল্লার শট দুরন্ত সেভ করেন তিনি। ফিরতি বলে শট নেন নন্দকুমার। সেই শট লাম্বার দস্তানা ছুঁয়ে বেড়িয়ে যায়। আবারও সেই বলে হেড করেন হিজাজি। এবার ইস্টবেঙ্গলের গোলের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় বারপোস্ট। ৯০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান উইলিয়ামস। শেষ পর্যন্ত ২-১ গোলে শ্রীনিধি ডেকানকে হারিয়ে গ্রুপ শীর্ষেই থেকে গেল কার্লেস কুয়াদ্রাতের দল।