ইস্টবেঙ্গল

Super Cup 2024: জামশেদপুর এফসিকে হারিয়ে সুপার কাপে ফাইনালে ওঠাই লক্ষ্য ইস্টবেঙ্গলের

Published

on

সৌমজিৎ দে, ভুবনেশ্বর: চলতি সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে না দেখলে অবাক হওয়ার মত বিষয়ই হবে। কারণ কুয়াদ্রাতের দল যে ছন্দে রয়েছে তাতে আশায় বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকেরা। মঙ্গলবার ভুবনেশ্বরের ক্যাপিটাল ফুটবল এরিনায় ইস্টবেঙ্গল অনুশীলন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এএফসি এশিয়ান কাপে ভারতের ম্যাচ দেখে অনুশীলনে আসে লাল-হলুদ ব্রিগেড। অনুশীলন শুরুর আগে প্রায় আধঘন্টা কোচ এবং ফুটবলারদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক চলে। সেমিফাইনাল ম্যাচের আগে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল লাল-হলুদ ব্রিগেডকে। এদিন পুরোদমে অনুশীলন করলেন ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম সেরা অস্ত্র মান্দার রাও দেশাই। যদিও বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড সমস্যার জন্য বোরহাকে পাবেন না কুয়াদ্রাত। তার জায়গায় প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন বিষ্ণু।

দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় স্তরের কোন ট্রফি জিততে মরিয়া ইস্টবেঙ্গল। সুপার কাপের গ্রুপ পর্বে যে ছন্দে দেখা গেছে লাল- হলুদ ব্রিগেডকে তাতে বড় অঘটন না ঘটলে ফাইনালে দেখা যাবে কার্লেস কুয়াদ্রাতের দলকে। অন্যদিকে ডার্বি জিতে টগবগ করে ফুটছেন লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বললেন “আমরা শেষ তিনটে ম্যাচ নব্বই মিনিটেই জিতেছি। তাই আমাদের লক্ষ্য থাকবে নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ জেতার।” টানা আট ম্যাচ অপরাজিত রয়েছে ইস্টবেঙ্গল। তবুও নক আউটে বিপক্ষ জামশেদপুর এফসিকে যথেষ্ট সমীহ করছেন কার্লেস কুয়াদ্রাত। তিনি বললেন “জামশেদপুর খালিদ আসার পরে খুবই ভালো ফুটবল খেলছে। ওরা পিছিয়ে থেকেও অনেক ম্যাচে ফিরে এসেছে। খালিদ জামিল ভারতীয় ফুটবল সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল।” তবে নিজেদের শক্তি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ। তিনি আরও যোগ করেন “আমরাও প্রতিপক্ষ দলগুলির থেকে ভালো বলেই, সুপার কাপের তিনটি ম্যাচ জিতেছি।” আইএসএলে তেমন গোল করতে না পারলেও সুপার কাপে ভালো গোল পাওয়ায় আশাবাদী লাল-হলুদের হেড স্যার। ইস্টবেঙ্গল রক্ষণ যেভাবে প্রতিটি ম্যাচে অটুট থেকেছে তাতে বিপক্ষ দলকে গোল পেতে যথেষ্ট পরিশ্রম করতে হবে। তবে জামশেদপুর এফসির মত দলের বিরুদ্ধে জয় পেতে নব্বই মিনিট লড়াই করতে হবে বলেই মনে করছেন কার্লেস কুয়াদ্রাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version