ফুটবল

ফুটবলের মক্কায় “সুনীল”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটা বলছে সময় তখন দুপুর দুটো। বুধবারের দুপুরে যে যার নিজের কাজে ব্যস্ত। কিন্তু শ’দুয়েক ভারতীয় ফুটবলের সমর্থক নিজেদের কাজ ফেলে ছুটে এসেছেন কলকাতা বিমানবন্দরে। শুধু এক ঝলক সুনীল ছেত্রীকে দেখবার আশায়। ব্যানার, টিফো, জাতীয় দলের পতাকা সহযোগে সুনীলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত তারা। ঢাকের বোলে বিমানবন্দর চত্ত্বরে ছড়িয়ে থাকা মানুষও ততক্ষণে জেনে গেছেন সুনীলের আগমন বার্তা। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচের আরও একটা আলাদা গুরুত্ব রয়েছে। এই ম্যাচই জাতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। তাই আবেগের বহিঃপ্রকাশ একটু হলেও বেশি।

বিমানবন্দরের ভিতর থেকে প্রথমেই বেড়িয়ে এলেন ইগর স্টিমাচ এবং সুনীল ছেত্রী। আইএফএর পক্ষ থেকে সুনীলদের স্বাগত জানাতে বিশেষ আয়োজন করা হয়েছিল। পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে টিম বাসের দিকে এগিয়ে গেলেন ভারতের বিদায়ী অধিনায়ক। এরপর একে একে বেড়িয়ে এলেন শুভাশিস, গুরপ্রীত, মনবীররা। এক মুখ হাসি নিয়ে টিম বাসে ওঠেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁকে দেখেই স্লোগান দিতে শুরু করেন সমর্থকেরা। টিম বাসে উঠে পড়েও বাসের সামনে এসে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান এবং প্রণাম জানান। এদিন সুনীলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version