আন্তর্জাতিক ফুটবল
বাহারিনে ভারতের প্রস্তুতি ম্যাচের আগে ছিটকে গেলেন সুনীল ছেত্রী…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলার আগে একটার পর একটা সমস্যা লেগেই আছে ঈগর স্টিমাচের ভারতীয় ফুটবল দলে। চলতি মাসের শেষেই বাহারিনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। ম্যাচ দুটি হওয়ার কথা বাহারিন এবং বেলারুশের বিরুদ্ধে। যদিও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বেলারুশের বিরুদ্ধে ভারতের ফুটবল ম্যাচটি বাতিল হয়ে গিয়েছে এবং তারা হয়তো বাহারিনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে বাহারিনের উদ্দেশ্যে ভারতীয় দল উড়ে যাওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। বাহারিন সফরকারী দল থেকে চোটের কারণে নিজের নাম সরিয়ে নিলেন সুনীল ছেত্রী। কয়েকদিন আগেই এই সফরের জন্য ৩৮ জনের দল বেছে নিয়েছিলেন ঈগর। তবে এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই নিজেকে সরিয়ে নিলেন সুনীল। ২৩ এবং ২৬ তারিখ দুটি ম্যাচ হওয়ার কথা এবং সে কারণে ভারতীয় দল ২১ তারিখ বাহারিনের উদ্দেশ্যে উড়ে যাবে।
চোটের কারণে বাহারিন সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরে সুনীল বলেন,”আমি দীর্ঘদিন ধরেই বাহারিন এবং বেলারুশের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম। তবে দুঃখের বিষয় আমি ওই ম্যাচ দুটি খেলতে পারছি না। এটা আমার কাছে লজ্জার বিষয়। এই মরসুমটা আমার জন্য ভাল হয়নি। আমার বেশ কয়েক জায়গায় চোট আছে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে। মে-তে প্রস্তুতি শিবিরের আগে দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে মরিয়া।”
তিনি আরও যোগ করেন,”এই স্কোয়াড নিয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। আমাদের দলের মধ্যে ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে। এছাড়া বলে এক ঝাঁক তরুণ, প্রতিভাবান ফুটবল খেলার সুযোগ পাচ্ছে। আইএসএলে তারা নজরও কেড়েছে। আমি নিশ্চিত, আমরা ঠিক পথেই এগোচ্ছি। দলের জন্য শুভেচ্ছা রইল।”
প্রসঙ্গত আগামী ১০ মার্চ পুনেতে হেড কোচ স্টিমাচ এবং তারপর সাপোর্ট স্টাফরা যোগ দেওয়ার কথা। সেখানে আগামী ১১ তারিখ থেকে অনুশীলন শুরু হচ্ছে। আইএসএলের সেমি ফাইনাল আর ফাইনালে খেলা ফুটবলাররা একেবারে দলের সঙ্গে বাহরিন যাবে। চোটের জন্য কে আশিক রিহ্যাবে আছেন।