আন্তর্জাতিক ফুটবল
প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্যে অবিচল সুনীল ছেত্রী
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে মারডেকা কাপে মাঠে নামবে ভারত। কুয়ালামাপুরের বুকিত জলিল স্টেডিয়ামে ৮৭ হাজার দর্শকের সামনে নিজেদের সেরাটা উজার করে দিতে চান ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সাফ কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবে ভারত। ঘরের মাঠে নিজেদের রেকর্ড ভালো থাকলেও বিদেশের মাটিতে নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া ভারত অধিনায়ক। মারডেকা কাপের ইতিহাসে ভারতের সাফল্যের নজির রয়েছে। সেই সাফল্য ধরে রাখাই মূল লক্ষ্য ভারতীয় দলের।
মারডেকা কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছাতে চাইবে ভারত। মঙ্গলবার রাতেই ভারতীয় দলের সাথে যোগ দিয়েছেন সুনীল ছেত্রী। জয় ছাড়া কিছুই ভাবতে চাইছেননা তিনি। তিনি আশা করছেন ৮৭ হাজার দর্শকাশন বিশিষ্ট বুকিত জলিল স্টেডিয়ামে কিছু ভারতীয় সমর্থক থাকবেনই। ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ জানালেন চোটের জন্য দলে থাকছেন না আনোয়ার আলি, শুভাশিস বোস, মানবীর সিং এবং ব্রেন্ডন ফার্নান্ডেজ। ২৭ সদস্যের দল নিয়ে মালয়েশিয়া রওনা দিয়েছিল ভারতীয় দল। বাকি ২৩ জন ফুটবলারকে নিয়ে বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত ইগর স্টিমাচ।