আন্তর্জাতিক ফুটবল

সুনীলের নতুন রেকর্ড, ত্রিদেশীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ভারত

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে আরও একটি ট্রফি ঢুকল ভারতের ক্যাবিনেটে। ইম্ফলে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল। এই টুর্নামেন্টে ভারতের পাশাপাশি অংশ নিয়েছিল মায়ানমার এবং কিরগিজস্তান। এর আগে মায়ানমার এবং কিরগিজস্তানের মধ্যে ম্যাচ ড্র হওয়ায়, শেষ ম্যাচটা ভারত যদি ড্র করতো তাহলেই চ্যাম্পিয়ন হয়ে যেত। তবে শেষ ম্যাচে তারা ২-০ গোলে সহজেই জয় তুলে নেওয়ায় চ্যাম্পিয়ন হল ভারত। দেশের জার্সি গায়ে ৮৫তম গোল করে কিংবদন্তি ফেরেন্স পুস্কাসকে (৮৪) টপকে গেলেন ভারতের এই কিংবদন্তি ফুটবলার। প্রসঙ্গত সর্বভারতীয় ফুটবল সংস্থার ভিশন ২০৪৭ এর অংশই হল এই টুর্নামেন্ট। এর পাশাপাশি এই ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে ভারত তাদের এশিয়ান কাপের প্রস্তুতি সারল ভারত।

প্রসঙ্গত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মায়ানমারকে অনিরুদ্ধ থাপার একমাত্র গোলে হারিয়েছিল ভারত, আর এদিন কিরগিজস্তানকে তারা ২-০ ব্যবধানে হারাল। ভারতকে এদিন প্রথমে গোল করে এগিয়ে দেন সন্দেশ ঝিঙ্গান। এরপর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুনীল ছেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version