আইএসএল
ISL 2024/25: জোড়া গোলে জয়ের পাশাপাশি নতুন রেকর্ড সুনীলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে বেঙ্গালুরুর ঘরের মাঠে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসি। যদিও তারা পরাস্ত করতে পারেনি সুনীল ছেত্রীর দলকে। প্রথম থেকেই হায়দ্রাবাদ যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলছিল। তবে কাজের কাজ তারা করতে পারছিলনা। বেঙ্গালুরু ৩-০ গোলে হারায় নিজামসদের। অপরদিকে মাঠে নেমেই জোড়া গোল করে নতুন রেকর্ড তৈরি করলেন সুনীল ছেত্রী। ওগবেচেকে ছাপিয়ে গিয়ে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার নজিরটি গড়লেন তিনি।
ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কর্নার থেকে ভেসে আসা বলকে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন দলের অধিনায়ক রাহুল ভেকে। ৭ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ নষ্ট করে হায়দ্রাবাদ এফসি। দেবেন্দ্র মুরগাওকারের শট বার উঁচিয়ে চলে যায়। তার পরেও আক্রমণের ধার কমায়নি নিজামসরা। কিন্তু প্রথমার্ধে গোলশূন্য ফলাফলেই সাজঘরে ফেরে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই জোড়া গোল করেন সুনীল ছেত্রী। ৫৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি ম্যাচের ৯০ মিনিটের মাথায় এডগার মেন্দেজের ভেসে আসা ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দেন ছেত্রী। এরই পাশাপাশি আইএসএলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন সুনীল ছেত্রী। ঘরের মাঠে দ্বিতীয় জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে এখন বেঙ্গালুরু এফসি। তারা চাইবে এই জয়ের ধারা অব্যাহত রাখতে।