আইএসএল
ISL 2024/25: মোহনবাগান ঝড়ে উড়ে গেল হায়দ্রাবাদ। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল গ্রেগ, কামিন্সরা…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লিগ টেবিলের নিচের দিকে রয়েছে হায়দ্রাবাদ। সেক্ষেত্রে ধারেভারে অনেকটাই এগিয়ে মোহনবাগান। তবে শেষ ম্যাচে মহামেডানকে যেভাবে হারিয়ে জয় তুলেছিল হায়দ্রাবাদ, তাতে মনে হচ্ছিল হয়ত পুরানো ছন্দে ফিরছে নিজামসরা। তবে তারা খেই হারাল সবুজ-মেরুনের বিরুদ্ধে। ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল হোসে মোলিনার দল।
গত ম্যাচে মহামেডানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল নিজামসরা। এই ম্যাচে নামার আগে যদিও বাগান কোচ হোসে মোলিনা বলেছিলেন, তিনি সমীহ করছেন হায়দ্রাবাদকে। তবে ম্যাচের প্রথম থেকেই সমীহ করার মেজাজে একদমই মনে হয়নি বাগান ফুটবলারদের। একদম শুরু থেকেই নিরন্তর আক্রমণ চালাতে থাকে গ্রেগ, সাহাল, মানবীররা। ফলে ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোলটি আসে মনবীরের পা থেকেই। একক দক্ষতায় দুই ডিফেন্ডার এবং গোলরক্ষককে মাটিতে ফেলে বল জালে জড়িয়ে দেন তিনি। তারপর বেশ কয়েকবার আক্রমণে উঠে এসেছিল হায়দ্রাবাদ। তবে কাজের কাজ করতে পারেননি কেউই। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণ একইভাবে চালিয়ে যেতে থাকে বাগান ফুটবলাররা। ৫৫ মিনিটে স্টুয়ার্টের নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক থেকে হেডে গোল করেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। এরপরে বাগান রক্ষণে ঢুকলেও, গোল তুলে আনতে পারেননি হায়দ্রাবাদের তরুণ ফুটবলাররা। যার ফলে ২-০ গোলেই ম্যাচ জেতে মোহনবাগান। এছাড়াও পরপর তিন ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন ব্রিগেড।