আন্তর্জাতিক ফুটবল

বিতর্কের মাঝেই ক্লাব ছাড়ার ইঙ্গিত মেসির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ২-৩ গোলে হেরে সদ্য মেজর লিগ সকার প্লেঅফ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। এবার তারই মাঝে ফিফার বিরুদ্ধে উঠে এসেছে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামিকে বাড়তি সুবিধে দেওয়ার অভিযোগ। অপরদিকে ২০২৫ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। এবারে বিতর্কের মাঝেই মায়ামি ছাড়ার প্রসঙ্গ উঠছে আর্জেন্টাইন কিংবদন্তির।

সামনেই রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। সেখানে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইন্টার মায়ামি। তবে যোগ্যতা অর্জন করে নয়। যেহেতু আমেরিকাতেই আয়োজিত হবে এই ক্লাব বিশ্বকাপ, সেই কারণে আয়োজক দেশের ক্লাব হিসেবেই সরাসরি খেলার সুযোগ পেয়েছে মায়ামি দল। এবারে এই সিদ্ধান্তকে ঘিরেই উঠে আসছে অভিযোগের ঢেঁউ। বলা হচ্ছে যে মেসিকে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সমালোচনা শুরু করেছে ফিফার এই সিদ্ধান্তের উপর। এছাড়াও ব্যবসার কারণে মেসিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠে আসছে ফিফার বিরুদ্ধে। এবারে এই বিতর্কের মাঝে জল্পনা শুরু হয়ে গিয়েছে মেসির, মায়ামি দল ছাড়ার। শোনা যাচ্ছে, “বিতর্কের মধ্যে থাকতে চাননা তিনি” এমনটাই জানিয়েছেন মেসি। যেই কারণে ক্লাব ছাড়ার বিষয়টি আরও জোড়ালোভাবে হয়ে শোনা যাচ্ছে।

তবে মেসি ইন্টার মায়ামি দলে যোগ দেওয়ার পর, বহুবার তাঁর ক্লাব ছাড়ার জল্পনা শোনা গেলেও সত্যি হয়নি একটিবারও। যেই ফর্মে মেসি খেলে চলেছেন সেখান থেকে একবারের জন্যও মনে হয়নি যে তিনি দলে থাকতে চাইছেন না। এছাড়াও দলে সুয়ারেস, আলবা ও বুস্কেৎসের আগমনে, পুরোন সতীর্থদের সঙ্গে মাঠে ফুল ফোটাচ্ছেন তিনি। এছাড়াও মেসির আমেরিকা যাওয়ায় পর থেকে সেখানের ফুটবলের জনপ্রিয়তা অনেকটা বেড়ে গিয়েছে। এছাড়াও ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা। তবে পরের বিশ্বকাপে মেসি খেলবেন কিনা সেই সিদ্ধান্ত তিনি এখন না নিলেও, যদি তিনি খেলেন তাহলে এখনই আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়ত সম্ভব নয় মেসির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version