আন্তর্জাতিক ফুটবল
পাসিং ফুটবলেই বাজিমাৎ স্পেনের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – চলতি ইউরো কাপের অন্যতম বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন এবং ইতালি। দুটি দলই ধারে-ভারে সমকক্ষ হলেও, লড়াই হল একপেশে। যদিও স্কোরলাইন দেখে সেটা বোঝার উপায় নেই। ১-০ গোলে ইতালিকে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল স্পেন। ম্যাচের শুরু থেকেই মোরাতা, উইলিয়ামসদের মুহুর্মুহু আক্রমণের ঝড় আছড়ে পড়তে থাকে ইতালির রক্ষণে। ২ মিনিটের মাথায় পেদ্রির দুর্দান্ত হেডার কোনওমতে বাঁচিয়ে দেন ইতালির গোলরক্ষক ডোনারুমা। এদিন গোলের নিচে তিনি না থাকলে লজ্জার হারের সামনে পড়তে হতে পারতো ইতালিকে। প্রথমার্ধেই অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারত স্পেন। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ নষ্ট করেন পেদ্রি। ৫৫ মিনিটের মাথায় ইতালির রক্ষণের ভুলেই এগিয়ে যায় স্পেন। বাঁদিক থেকে মোরাতাকে লক্ষ্য করে বল বাড়িয়েছিলেন উইলিয়ামস। গোলরক্ষক ডোনারুমার নাগাল এড়িয়ে রিকার্ডো কালাফিয়োরির পা ছুঁয়ে বল জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। ৭০ মিনিটে উইলিয়ামসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে জ্বলে উঠেছিল ইতালির আক্রমণভাগ। সংযোজিত সময়ে পরপর আক্রমণ তুলে এনেছিল ইতালি। যদিও স্প্যানিশ দূর্গের তৎপরতায় বিপদ কিছুই ঘটেনি।
অন্যদিকে, প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন ইউক্রেনের। স্লোভাকিয়াকে ২-১ গোলে হারাল তারা। পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরল ইউক্রেন। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় স্লোভাকিয়া। ৫৩ মিনিটে ইউক্রেনের হয়ে সমতা ফেরান শাপারেঙ্কো। ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ইয়ারেমচাক।
পাশাপাশি, অস্ট্রিয়ার কাছে হেরে ইউরো কাপ থেকে কার্যত বিদায়ের মুখে পোল্যান্ড। এদিন শুরুতেই ট্রনারের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ৩০ মিনিটে সমতা ফেরান পিয়াটেক। দ্বিতীয়ার্ধে ৬৬ এবং ৭৮ মিনিটে দুটি গোল করে পোল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয় অস্ট্রিয়া। ৩-১ গোলে জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল অস্ট্রিয়া।