আন্তর্জাতিক ফুটবল

২০৩৪ ফুটবল বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে পারে ভারত!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল ভক্তদের জন্য সুখবর! ২০৩৪ ফিফা বিশ্বকাপের ম্যাচ হতে পারে ভারতে। আসল ঘটনা হল, ২০৩৪ ফিফা বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সৌদি আরবে। জানা যাচ্ছে সেই বিশ্বকাপের কিছু ম্যাচ সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে পারে ভারত।

নভেম্বর মাসে ফিফা জানিয়েছিল যে ৩১শে অক্টোবরের ডেডলাইন ডের শেষ দিন পর্যন্ত সৌদি আরব একমাত্র দল ছিল যারা ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছিল।

গত ১৮ অক্টোবর এএফসির একটি মিটিংয়েও সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের বিডকে সমর্থন জানানো হয়। ভারতও এই সিদ্ধান্তকে সমর্থন জানায়।

সূত্র মারফত জানা যাচ্ছে, সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের জানিয়েছেন ভারতকে ২০৩৪ বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজন করার কথা ভাবা উচিত।

৪৮টি দল নিয়ে ২০৩৪ বিশ্বকাপে ১০৪ টি ম্যাচ খেলা হবে এবং সূত্র মারফত জানা যাচ্ছে এর মধ্যে ১০টি ম্যাচ ভারতে হতে পারে।

৯ নভেম্বর সর্বভারতীয় ফুটবল সংস্থা এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের পরে জানানো হয়,”সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি মিটিংয়ে বলেছেন যে ভারতের সৌদি আরবে অনুষ্ঠিত ২০৩৪ ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ যৌথভাবে আয়োজন করার চিন্তা ভাবনা করা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version