ফুটবল
এফএসডিএল আই লিগের স্বত্ব ছাড়ার পর কারা নেবেন সম্প্রচারের দায়িত্ব? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তি হওয়ার কথা ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে। তখনই ঠিক করা হবে যে আইএসএলের সঙ্গে সিনিয়র জাতীয় দলকে রাখবে নাকি অন্য লিগকে রাখবে এফএসডিএল। তবে তার আগে বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতা ও আই লিগকে, সামনের মরশুমের জন্য ফেডারেশনকে ছেড়ে দিলেও, আইএসএল এবং জাতীয় দলের স্বত্ব রেখে দিয়েছে এফএসডিএল। অপরদিকে আইলিগের স্বত্ব পাওয়ার সঙ্গেই ব্রডকাস্ট পার্টনারের জন্য আবেদনও জানিয়েছে ফেডারেশন।
প্রথমে শর্ত ছিল যে, স্পনসর বাবদ যে আর্থিক চুক্তি হবে ফেডারেশনের সঙ্গে, সেখান থেকে এফএসডিএলকে দিতে হবে ২৫ শতাংশ। যদিও সন্তোষ ট্রফি থেকে খুব একটা আর্থিক লাভের মুখ দেখেনি তারা। স্বল্প লাভের কারণে গত মরশুম সুপার কাপকেও ছেড়ে দিয়েছিল এফএসডিএল। তারপরে সবরকম খরচ বহন করেছিল ওড়িশা সরকার। ওড়িশা সরকার সেইসময় সুপার কাপ নিয়ে দীর্ঘ চুক্তি করতে চাইলেও সেই দীর্ঘ মেয়াদী চুক্তিতে সুপার কাপ ছাড়তে রাজি হয়নি এফএসডিএল। সেই কারণেই সামনের মরশুমের আই লিগের সত্যও ছেড়ে দেওয়া হল। তবে শুধু আই লিগ নয়, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন আই লিগ, সন্তোষ ট্রফি, মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপের এবং আইডব্লুএলের জন্যও ব্রডকাস্ট পার্টনার চেয়েছে ফেডারেশন। তার মানে এই যে, আই লিগ সম্প্রচারের দায়িত্ব নেবে, তাদেরকেই বাকি প্রতিযোগিতাগুলিকেও সম্প্রচার করতে হবে। তবে সেইদিকে এগিয়ে রয়েছে ‘শ্রাচি স্পোর্টস’। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডির সঙ্গে মিটিং করার পর ঠিক হয়েছে যে, একটি অ্যাপের সাহায্যে আই লিগ-সহ ফেডারেশেনর সকল প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার হবে।
ফেডারেশন সভাপতি শ্রাচি স্পোর্টসকে জানিয়েছিলেন, ফেডারেশনের জুনিয়র ডেভলপমেন্ট দলকে আই লিগে খেলাতে। তবে শ্রাচি কর্ণধার রাহুল টোডি মনস্থির করেন যে তৃতীয় ডিভিশন আই লিগের একটি দলের দায়িত্ব নেবেন তিনি। তার পাশাপাশি জানিয়েছেন যে আই লিগ সহ ফেডারেশনের নানান প্রতিযোগিতার সম্প্রচারও করবেন তারা। তবে শর্ত অনুযায়ী ব্রডকাস্ট পার্টনার হলে, ফেডারেশনকে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হবে এবং সম্প্রচারের পুরো খরচও নিজেদের বহন করতে হবে। এছাড়াও ব্রডকাস্ট পার্টনার হওয়ার জন্য ফেডারেশনের কাছে আবেদন করতে হবে শ্রাচি স্পোর্টসকে।