Connect with us

ফুটবল

এফএসডিএল আই লিগের স্বত্ব ছাড়ার পর কারা নেবেন সম্প্রচারের দায়িত্ব? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তি হওয়ার কথা ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে। তখনই ঠিক করা হবে যে আইএসএলের সঙ্গে সিনিয়র জাতীয় দলকে রাখবে নাকি অন্য লিগকে রাখবে এফএসডিএল। তবে তার আগে বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতা ও আই লিগকে, সামনের মরশুমের জন্য ফেডারেশনকে ছেড়ে দিলেও, আইএসএল এবং জাতীয় দলের স্বত্ব রেখে দিয়েছে এফএসডিএল। অপরদিকে আইলিগের স্বত্ব পাওয়ার সঙ্গেই ব্রডকাস্ট পার্টনারের জন্য আবেদনও জানিয়েছে ফেডারেশন।

প্রথমে শর্ত ছিল যে, স্পনসর বাবদ যে আর্থিক চুক্তি হবে ফেডারেশনের সঙ্গে, সেখান থেকে এফএসডিএলকে দিতে হবে ২৫ শতাংশ। যদিও সন্তোষ ট্রফি থেকে খুব একটা আর্থিক লাভের মুখ দেখেনি তারা। স্বল্প লাভের কারণে গত মরশুম সুপার কাপকেও ছেড়ে দিয়েছিল এফএসডিএল। তারপরে সবরকম খরচ বহন করেছিল ওড়িশা সরকার। ওড়িশা সরকার সেইসময় সুপার কাপ নিয়ে দীর্ঘ চুক্তি করতে চাইলেও সেই দীর্ঘ মেয়াদী চুক্তিতে সুপার কাপ ছাড়তে রাজি হয়নি এফএসডিএল। সেই কারণেই সামনের মরশুমের আই লিগের সত্যও ছেড়ে দেওয়া হল। তবে শুধু আই লিগ নয়, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন আই লিগ, সন্তোষ ট্রফি, মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপের এবং আইডব্লুএলের জন্যও ব্রডকাস্ট পার্টনার চেয়েছে ফেডারেশন। তার মানে এই যে, আই লিগ সম্প্রচারের দায়িত্ব নেবে, তাদেরকেই বাকি প্রতিযোগিতাগুলিকেও সম্প্রচার করতে হবে। তবে সেইদিকে এগিয়ে রয়েছে ‘শ্রাচি স্পোর্টস’। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডির সঙ্গে মিটিং করার পর ঠিক হয়েছে যে, একটি অ্যাপের সাহায্যে আই লিগ-সহ ফেডারেশেনর সকল প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার হবে।

ফেডারেশন সভাপতি শ্রাচি স্পোর্টসকে জানিয়েছিলেন, ফেডারেশনের জুনিয়র ডেভলপমেন্ট দলকে আই লিগে খেলাতে। তবে শ্রাচি কর্ণধার রাহুল টোডি মনস্থির করেন যে তৃতীয় ডিভিশন আই লিগের একটি দলের দায়িত্ব নেবেন তিনি। তার পাশাপাশি জানিয়েছেন যে আই লিগ সহ ফেডারেশনের নানান প্রতিযোগিতার সম্প্রচারও করবেন তারা। তবে শর্ত অনুযায়ী ব্রডকাস্ট পার্টনার হলে, ফেডারেশনকে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হবে এবং সম্প্রচারের পুরো খরচও নিজেদের বহন করতে হবে। এছাড়াও ব্রডকাস্ট পার্টনার হওয়ার জন্য ফেডারেশনের কাছে আবেদন করতে হবে শ্রাচি স্পোর্টসকে।

আইএসএল

ISL 2024/25: পঞ্চম বিদেশি পাকা করে ফেলল হায়দ্রাবাদ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইএসএল মরশুমের শুরুটা খুব একটা ভাল হয়নি হায়দ্রাবাদ এফসির। ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়ে লিগ টেবিলের ১১ নম্বর স্থানে রয়েছে নিজামসরা। আগের ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ০-২ গোলে হারতে হয়েছে থাঙ্গবই সিংটোদের। তাছাড়া মরশুমের শুরুর দিকে মালিকানা বদল হয়েছে তাদের। ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে হায়দ্রাবাদ। এবারে পঞ্চম বিদেশি হিসেবে দলে যোগ দিয়েছেন এডমিলসন করেইয়া।

অনেকদিনধরেই জল্পনা ছিল যে এডমিলসন করেইয়া হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছেন। এবারে সেই জল্পনায় সিলমোহর পড়ল। ২৪ বছর বয়সী গিনি-বিসাউয়ের উইঙ্গার এডমিলসন করেইয়া যোগ দিয়েছেন হায়দ্রাবাদ দলে। মূলত উইঙ্গার হিসেবেই খেলতে পছন্দ করেন তিনি। নিজের পেশাদার ফুটবল কেরিয়ার তিনি শুরু করেন ২০১৯ সালে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব সেন্ট এতিনের হয়ে। যদিও এই ক্লাবে চার বছর কাটালেও মূল দলের হয়ে মাত্র চারটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন করেইয়া। তবে তিনি মূলত খেলেছেন সেন্ট এতিনের বি দলে। সেখানে যোগ দেওয়ার পর ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৪১টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১১টি গোল। তারপর সেখান থেকে ২০২৩-২৪ মরশুমে তিনি চলে যান কাতারের দ্বিতীয় ডিভিশনের ক্লাব আল বিদ্দায়। সেখানে গিয়ে মোট ১১টি ম্যাচে ৫টি গোল রয়েছে তাঁর নামের পাশে। এবারে সেখান থেকে ফ্রী ফুটবলার হিসেবেই ভারতের ক্লাব হায়দ্রাবাদ এফসিতে যোগ দিলেন এই তরুণ উইঙ্গার।

হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ৭ই নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত সেই ম্যাচেই নিজামসদের হয়ে আইএসএলে প্রথম অভিষেক হতে চলেছে এডমিলসন করেইয়ার।

Continue Reading

ইস্টবেঙ্গল

AFC CHALLENGE LEAGUE: নেজমেহকে হরান ছাড়া আর কোনও সমীকরণ দেখছেন না অস্কার ব্রোজো

Published

on

সৌরভ মুখার্জী ও শুভম মন্ডল, থিম্পু: নেজমেহর বিরুদ্ধে এই প্রতিযোগিতার সবথেকে কঠিন ম্যাচটি খেলতে নামছে ইস্টবেঙ্গল। যদিও বসুন্ধরার বিরুদ্ধে ৪-০ গোলে দাপুটে জয়ের ফলে মনোবল বেড়েছে লাল-হলুদ ফুটবলারদের। তবে নেজমেহর বিরুদ্ধে জয়ের দিকেই পাখির চোখ করেছেন অস্কার ব্রুজো। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন তিনি এবং দলের অধিনায়ক সাউল ক্রেসপো।

আগামীকালের ম্যাচ নিয়ে অস্কার ব্রোজোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অবশ্যই একটা কঠিন ম্যাচ হতে চলেছে। তবে এখানে কোনও সমীকরণের জায়গা নেই। দুই দলের কাছেই এই ম্যাচটা একটা আলাদা মাত্রা নেবে। কারণ এই ম্যাচটা যেই দলই জিতবে সেই গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে যাবে। তাই আমরাও এই ম্যাচটা জেতার জন্যই মাঠে নামব”। তিনি আরও বলেন, “আমরা কোনও প্রেসার নিচ্ছিনা। এটা আমাদের কাজ। তাই সেরকমভাবেই আমরা নিজেদের প্রস্তুতি সারছি এবং দিনের পর দিন আরও উন্নতি করছি”।

বসুন্ধরা ম্যাচে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হেক্টর ইউস্তে। তার বিষিয়ে জানতে চাওয়া হলে অস্কার বলেন, “তার খেলার সম্ভবনা ৫০-৫০। আগামীকাল তার রিপোর্ট দেখে তবেই মেডিকেল টিম সিদ্ধান্ত নেবে তাকে ম্যাচে খেলতে নামান যাবে কিনা, নয়ত প্ল্যান ‘বি’ ভাবা হবে”। এছাড়া গত ম্যাচে গোটা ম্যাচেই ভাল ফুটবল খেলেছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সেই বিষয়ে অস্কার বলেছেন, “গত ম্যাচে গোটা দল খুব ভাল ফুটবল খেলেছে বিশেষত প্রথমার্ধে। ফুটবলারদের আমরা বলেছি শুধু ৪৫ মিনিট ভাল ফুটবল খেললে হবেনা, গোটা ম্যাচ ভাল খেলতে হবে। ফুটবলাররাও সেটা বুঝতে পারছে এবং তারাও যথেষ্ট তাগিদ নিয়ে খেলার চেষ্টা করছে”।

সমর্থকদের নিয়েও কথা বললেন অস্কার ব্রুজো। তিন বলেন, “সমর্থকরাই এই দলের আসল চালিকাশক্তি। তাঁরা সব সময় যেকোনও পরিস্থিতিতে দলের পাশে থাকেন। তাছাড়া প্রচুর সমর্থক ভুটানে এসেও আমাদের সমর্থন করেছেন। এবারে আমাদেরও সময় এসেছে তাদের মুখে হাসি ফোটানোর। তাই আমরা চাইছি ভাল ফুটবল খেলে আগামীকাল ম্যাচ জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে”।

এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকা দলের অধিনায়ক সাউল ক্রেসপোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিগত কয়েক সপ্তাহ ধরেই আমরা নিজেদের আরও উন্নতি করার চেষ্টা করেছি এবং আমাদের কাছে এই প্রতিযোগিতায় ভাল ফল করাটাই মূল লক্ষ্য”। এছাড়াও বসুন্ধরা ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল হেক্টর ইউসস্তেকে। ফলে দলের রক্ষণ কি হবে সেই বিষয়ে জানতে চাওয়া হলে সাউল জানান, “আমাদের দলে অনেক ফুটবলার রয়েছেন যারা সেই রক্ষণ, মাঝমাঠের জায়গাটায় খেলতে পারেন। তাই আসা করছি সেইটা নিয়ে খুব বেশি সমস্যা হবেনা”।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: দলের আক্রমণাত্মক ফুটবল এবং রক্ষণে গোল হজম না করায় যথেষ্ট খুশি কোচ হোসে মোলিনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বেঙ্গালুরু ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর, ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। ইতিমধ্যেই কলকাতার দুই প্রধান মহামেডান এবং ইস্টবেঙ্গলকে হারিয়ে পরপর জয় তুলে নিয়েছিল হোসে মোলিনার ছেলেরা। বুধবার হায়দ্রাবাদকে হারিয়ে তিন ম্যাচে তিনটি জয় তুলে এনেছে তাঁরা। যদিও ম্যাচের আগে মোলিনা বলেছিলেন যে হায়দ্রাবাদকে হারতে যথেষ্ট পরিশ্রম করতে হবে তাঁদের। তবে মাঠে বাগান ফুটবলাররা হেলায় হারাল নিজামসদের। দেখে মনেই হলোনা যে কিছুদিন আগেই মহামেডানকে ৪-০ গোলে হারিয়ে এসেছে থাংবই সিংটোর ছেলেরা।

বুধবার আইএসএলে শততম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। সেই ম্যাচের ৩৭ মিনিটে মনবীর সিং এবং ৫৫ মিনিটে শুভাশিস বোসের গোলে জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। ফলে শেষ তিন ম্যাচে সাতটি গোল করেছেন ফুটবলাররা এবং একটিও গোল হজম করতে হয়নি তাদের। এই টানা জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রেগ, সাহাল, কামিন্সরা। দলের এই খেলায় খুবই খুশি কোচ হোসে মোলিনা। ম্যাচের পর তিনি বলেন, “টানা জয় এবং গোল হজম না করায় খুব খুশি আমি। ম্যাচটা সহজ ছিলনা। হায়দ্রাবাদের আক্রমণে তীব্রতা ছিল। ফলে তাঁরা আমাদের প্রথম থেকেই চাপে রাখার চেষ্টা করছিল। তবে আমাদের ডিফেন্ডাররা ভালভাবে নিজেদের গুছিয়ে রাখতে পেরেছে। যার ফলে কোনও গোল হজম করতে হয়নি আমাদের”।

দুই গোলে জিতলেও অনেক গোলের সুযোগ হাতছাড়া করেছে বাগান ফুটবলাররা, নাহলে ব্যবধান আরও বাড়তে পারত। সেই বিষয়ে মোলিনা বলেন, “ওদের চেয়ে আমরাই পায়ে বল বেশি রাখতে পেরেছি এবং বেশি গোলের সুযোগও তৈরি করেছি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে আমরা অনেক সুযোগ পেয়েছি। প্রথমে মনবীরের গোলের পর থেকেই আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। তবে সব মিলিয়ে দলের এই প্রদর্শনে আমি খুশি”। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। যার ফলে ডার্বি ম্যাচের পর দীর্ঘ দশ দিনের বিরতি পেয়েছে বাগান ফুটবলাররা। এই ম্যাচের পর আবার নভেম্বরের ১০ তারিখ মাঠে নামবে মোহনবাগান। সেখানেও একটা লম্বা অবকাশ। যদিও এতটা অবকাশ চিন্তায় রাখছে মোলিনাকে। তিনি বলছেন, “এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার একটা সুযোগ ছিল আমাদের কাছে। সেখানে খেলতে পারলে খুব ভাল হত। সেই কারণেই আমাদের আইএসএল ম্যাচগুলোর মাঝে অনেকটা বিরতি থেকে যাচ্ছে। যার ফলে ফুটবলাররা অনেক বিশ্রাম পাচ্ছে এবং আমরাও আমাদের শারীরিক ও কৌশলগত সমস্যাগুলোর সমাধান করার জন্য অনেকটা সময় পেয়ে যাচ্ছি। কিন্তু এটা আমাদের হাতে নেই, তাই যেরকমভাবে চলবে আমাদেরও সেরকমভাবেই চলতে হবে”।

তবে এর মাঝে দীপাবলির ছুটি কাটানোর সময় পেয়ে যাচ্ছেন বাগান ফুটবলাররা। সেই বিষয়ে মোলিনা বলেন, “একদিকে ভাল যে ফুটবলাররা নিজেদের পরিবার নিয়ে ছুটি কাটানোর সময়টা পেয়ে যাচ্ছে। তবে এই ছুটি কাটিয়েই কঠোর পরিশ্রমে নেমে পড়তে হবে আমাদের। পরের ম্যাচ আমাদের ওড়িশা এফসির বিরুদ্ধে। সেটা যথেষ্ট কঠিন ম্যাচ এবং সেই ম্যাচে ভাল ফল করতে হলে নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে আমাদের”।

Continue Reading

Trending