ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলে চুক্তিবৃদ্ধি সউলের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – ইন্ডিয়ান সুপার লিগে আসার পর থেকে শুধুমাত্র হতাশায় সঙ্গী ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। প্রথম বেশ কয়েক বছর, শুধুমাত্র নামেই দেশের সেরা লিগ খেলতো লাল-হলুদ ব্রিগেড। তবে গতবছর সেই ট্রেন্ড কিছুটা হলেও বদলেছে। নতুন হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে মোট তিনটি সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে একটিতে রানার্স আপ এবং কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। শুধু তাই নয় টানা আটটি ডার্বি হারের জ্বালা কাটিয়ে অবশেষে জয় পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তাই আসন্ন মরশুমে আরও ভালো ফল করার জন্য দারুন একটি দল গড়তে মরিয়া ইস্টবেঙ্গল।

আর সেই কারণেই গত মরশুমে নজর কাড়া বিদেশি মিডফিল্ডার সউল ক্রেসপোর সঙ্গে দুই বছরের চুক্তিবৃদ্ধি করল লাল-হলুদ ব্রিগেড। শেষ ডার্বিতে ইস্টবেঙ্গল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে হারলেও, চোট কাটিয়ে ফিরে অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন ক্রেসপো। তখন থেকেই সমর্থকরা দাবি তুলছিলেন তাঁর সাথে যেন চুক্তি বৃদ্ধির রাস্তায় হাঁটে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। আইএসএল চলাকালীনই রে স্পোর্টজ জানিয়েছিল, সউলের সঙ্গে দুই বছরের চুক্তিবৃদ্ধি করেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে সেই খবরই শীলমোহর পড়ল।

ইতিমধ্যেই গত মরশুমের তিন বিদেশি ফুটবলার ফুটবলার হিজাজি মাহের, সউল ক্রেসপো, ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তিবৃদ্ধি করে ফেলেছে ইস্টবেঙ্গল। এছাড়া নতুন দুই বিদেশি মাহাদি তালাল এবং দিমিত্রিয়স দিয়ামানতাকোস ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছেন। ইস্টবেঙ্গলে থাকতে পেরে নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি সউল। তিনি বলেন,”লাল-হলুদ জার্সিতে আরও দুই বছর থাকতে পেরে খুব ভালো লাগছে। ইস্টবেঙ্গল আমার কাছে শুধুমাত্র একটা দল নয়, এটা একটা পরিবার। এখানে এসে আমি সমর্থকদের প্রচুর ভালোবাসা পেয়েছি। তাই আমি সব কিছুর জন্যই কৃতজ্ঞ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version